সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গলমহলে ফের বিপুল কর্মসংস্থানের আশ্বাস মুখ্যমন্ত্রীর। স্টিল প্ল্যান্ট ছাড়াও শালবনিতে আরও একটা বড় শিল্প হবে। শনিবার তৃণমূলে (TMC) নবজোয়ার কর্মসূচির জনসভা থেকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)।
শালবনিতে জিন্দাল গোষ্ঠী স্টিল প্ল্যান্ট তৈরি করছে। তার জন্য বিপুল জমি নিয়েছে তারা। তবে পুরো জমিটি কাজে লাগেনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অতিরিক্ত জমি রাজ্য় সরকারকে ফেরত দিয়েছে শিল্পগোষ্ঠী। একাধিক সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যে জমি ব্য়বহার করা হচ্ছে, শিল্প তৈরি হচ্ছে না, তা রাজ্যকে ফিরিয়ে দেওয়া হোক। সেই অব্যবহৃত জমিতে শিল্প তৈরি করবে রাজ্য সরকার।
[আরও পড়ুন: ‘কুড়মিদের নাম নিয়ে এই কাজ বিজেপির’, বীরবাহা হাঁসদার উপর হামলা নিয়ে বিস্ফোরক মমতা]
শালবনিতে জিন্দাল গোষ্ঠীর স্টিলপ্ল্যান্ট তৈরি করছে। সেখানে অব্যবহৃত জমি ইতিমধ্যে রাজ্য সরকারকে ফেরত দিয়েছে। সেই জমিতেই তৈরি হবে বিশাল শিল্প। যেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। এ প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “জিন্দাল গোষ্ঠী অব্যবহৃত জমি ফেরত দিয়েছে। এখানে বিরাট শিল্প হবে। প্রচুর মানুষের চাকরি হবে।” তবে কী শিল্প হবে তা অবশ্য় মুখ্যমন্ত্রী স্পষ্ট করেননি।