সুমন করাতি, হুগলি: কয়েকদিন আগে পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক শিশুর, আহত হয়েছিল আরেকজন। যার নেপথ্যে উঠে এসেছিল বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব। সোমবার আহত শিশুর বাবাকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন লকেট চট্টোপাধ্যায়। সেখানেই বিস্ফোরক দাবি করলেন তিনি। দাবি, আহতের বাবা সুখদেব বল্লবকে সাদা কাগজে সই করিয়ে গ্রেপ্তার করা হয়েছিল তাঁর প্রাক্তন স্ত্রী অর্থাৎ শিশুর মাকে।
হুগলির পাণ্ডুয়ার(Pandua) তিন্না নেতাজি কলোনির আদি বাসিন্দা শুকদেব বল্লব। বেশ কয়েক বছর আগে রীতা বল্লবের সঙ্গে বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তান রূপম। সুখদেবের দাবি ছিল, এলাকারই যুবক দেবা সরকারের সঙ্গে সম্প্রতি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রীতা। তা নিয়ে দাম্পত্য অশান্তিও কম হয়নি। সুখদেবের থেকে ডিভোর্স চান রীতা। বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এলাকাতেই দেবার সঙ্গে নতুন সংসার পেতেছেন রীতা। ছেলে রূপম থাকে শুকদেবের সঙ্গেই। সম্প্রতি বোমা বিস্ফোরণে জখম হয় ওই রূপমের, মৃত্যু হয় আরেক শিশুর। প্রথমে ভোটের মরশুমে মজুত করে রাখা বোমা থেকে এই ঘটনা বলে মনে করা হয়। পরবর্তীতে উঠে আসে পরকীয়ার তত্ত্ব। কিন্তু এদিন সাংবাদিক বৈঠক থেকে বিস্ফোরক দাবি করলেন লকেট চট্টোপাধ্যায়।
[আরও পড়ুন: আশুতোষ কলেজের পড়ুয়ার বাড়িতে অস্ত্রভাণ্ডার! ভোট আবহে আচমকা পুলিশি হানায় পর্দাফাঁস]
লকেটের দাবি, ভোটের জন্য বিভিন্ন জায়গায় বোমা মজুদ করা হয়েছে। আর সেই বোমার আঘাতেই রূপম জখম হয়েছে। রাজ্য পুলিশ বোমা বিস্ফোরণের ঘটনা ধামাচাপা দিতে শুকদেব বল্লভকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে তাঁর প্রাক্তন স্ত্রীকে গ্রেপ্তার করেছে। শুকদেব বল্লভ তাঁদের কাছে বিষয়টা জানানোর পরে তাঁরা আইনি সহায়তা করেছে। আইনজীবী মারফত আদালতে আসল বয়ান জানিয়েছে।" শিশুর বাবা শুকদেব বল্লভ বলেন, তিনি বোমা বিস্ফোরণের পর যখন তার ছেলে আহত হয়েছে শুনে হাসপাতালে যান তখন ছেলের অবস্থা দেখে তার মাথা কাজ করছিল না। সেই সময় পুলিশ তাঁকে সাদা কাগজে সই করতে বলেন। তার পরই এই গ্রেপ্তারি। এই অভিযোগকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।