ভারত: ২৮০/৮ (কোহলি-১২১)
নিউজিল্যান্ড: ২৮৪/৪
৬ উইকেটে জয়ী নিউজিল্যান্ড
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০ তম ওয়ানডে ম্যাচ। ঝুলিতে আস্ত একখানি সেঞ্চুরির সঙ্গে একগুচ্ছ রেকর্ড। কিন্তু তাও মুখে হাসি ফুটল না বিরাট কোহলির। সেটাই স্বাভাবিক। দল হারলে যে ব্যক্তিগত পারফরম্যান্সও ফিকে হয়ে যায়। তাই অসাধারণ একটি ইনিংস উপহার দিয়েও দর্শকদের মন জয় করা হল না ভারত অধিনায়কের। যে মাঠে ২০১১-য় বিশ্বকাপের সাধ পেয়েছিল ধোনি ভারত, রবিবার সেই ওয়াংখেড়েতেই বিরাজ করল একরাশ হতাশা।
[ধোনি নয়, সৌরভের কাছে দেশের সেরা উইকেটকিপার ঋদ্ধিমান]
নিউজিল্যান্ড এমন একটা টিম কখন যে কী করে দেবে, কেউ জানে না। তাছাড়া পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড ততটা ভাল নয়। গত সাক্ষাতে টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হল ঠিকই। কিন্তু একদিনের সিরিজে বিরাটদের বেশ চাপে পড়তে হয়েছিল। রীতিমতো লড়াই করে বিরাটরা ৩-২ করেছিলেন। বিশ্বের যে কোনও প্রান্তে সাদা বলের ক্রিকেটে এই নিউজিল্যান্ড লড়াই করে। এদিনও তার ব্যতিক্রম হল না। ব্যাট-বল-ফিল্ডিং সবদিকেই নজর কাড়লেন ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসনরা। দুই কিউয়ি বোলার টিম সাউদি (৩) এবং বোল্ট (৪) মিলেই ছারখার করে দিলেন ভারতীয় ব্যাটিং লাইন-আপ। দুই ওপেনার রোহিত-ধাওয়ানের ব্যর্থতা একা হাতে অনেকটাই ঢেকে দিয়েছিলেন বিরাট। কিন্তু উলটো দিকে সেইভাবে কাউকে না পাওয়ায় ব্যাটিং উইকেটেও ৩০০-র গণ্ডি পেরনো হল না। তার উপর রাহানে আর মণীশ পাণ্ডে ছাড়াই লড়াইয়ে নেমেছিল টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে হার্দিক পাণ্ডিয়াকে দেখে বোঝার উপায় নেই তিনি
টি-টোয়েন্টি খেলতে নেমেছেন না ওয়ানডে।
ম্যাচের আগে নিউজিল্যান্ডের কোচ মাইকেল জেমস বলেছিলেন, তাঁর দলের অনেকেই আইপিএল-এ খেলেন। ফলে বাইশ গজে বেশ কয়েকজন ভারতীয়র গতিবিধি আগে থেকে আন্দাজ করেই স্ট্র্যাটেজি তৈরি করা যাবে। আর এই বিষয়টা চলতি সিরিজে তাঁকে সাহায্য করবে। ভারতীয়দের দিক থেকে ভাবলেও বিষয়টি অবশ্য একই দাঁড়ায়। তবে প্রথম ম্যাচের পর অন্তত সে প্রতিযোগিতায় শাস্ত্রীকে হার মানালেন মাইক। আর সেই লড়াইয়ে কোচকে জিততে সাহায্য করল লাথাম-টেলার জুটি। ২০০ রানের পার্টনারশিপ গড়লেন তাঁরা। ৯৫রানে প্যাভিলিয়নে ফিরলেন টেলর। আর লাথামের সেঞ্চুরিতে ফ্যাকাসে হয়ে গেল বিরাটের জৌলুস।
[২০০ তম ওয়ানডেতে সেঞ্চুরি করে একাধিক রেকর্ড ভাঙলেন বিরাট]
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর উইলিয়ামসনদের বিরুদ্ধে শুরুতেই ০-১-এ পিছিয়ে পড়ল বিরাট অ্যান্ড কোম্পানি। ফলে ওয়ানডেতে শীর্ষস্থান ফিরে পেতে আরও খানিকটা অপেক্ষা করতে হবে তাদের। তবে এই ফল যে সিরিজের শুরুটা থ্রিলিং করে দিল তা বলাই বাহুল্য।
The post বৃথা গেল বিরাটের সেঞ্চুরি, শুরুতেই নিউজিল্যান্ডের কাছে হার ভারতের appeared first on Sangbad Pratidin.