রঞ্জন মহাপাত্র, কাঁথি: বিনা চিকিৎসায় সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ। পূর্ব মেদিনীপুরের কাঁথির বেসরকারি হাসপাতালে বিক্ষোভ স্বজনহারাদের। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ শিশুর পরিবারের। বেসরকারি হাসপাতাল বন্ধের দাবি।
সদ্য সন্তানহারা মায়ের দাবি, জন্মের পর শিশুকে ইঞ্জেকশন দেওয়া হয়। অভিযোগ, তারপর থেকে শিশু স্তন পান করতে পাচ্ছিল না। চামচে করে সদ্যোজাতকে দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। খুদের জ্বর আসে। শিশু ক্রমশ নিস্তেজ হতে পড়তে থাকে। বারবার চিকিৎসকের খোঁজ করেন সদ্যোজাতর মা। তবে তা সত্ত্বেও নার্সিংহোম কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ। শেষ পর্যন্ত মৃত্যু হয় শিশুর।
[আরও পড়ুন: বাড়ির পরিচারিকার সঙ্গে ঘনিষ্ঠতা! অবশেষে ‘কোটিপতি’ কনস্টেবলের সেই বান্ধবীর মিলল খোঁজ]
মৃত্যু সংবাদ পেয়ে উত্তেজিত হয়ে পড়ে শিশুর পরিবারের লোকজন। নার্সিংহোম ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন স্বজনহারারা। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করে তার পরিবারের লোকজন। নার্সিংহোম বন্ধ করে দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। যদিও এ বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেখুন ভিডিও: