সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে বেড়াতে গিয়েছেন। কিন্তু, বৈষ্ণোদেবীর মন্দিরে যাননি। এমন পর্যটক হাতেগোনা। দুর্গম পার্বত্য পথ পেরিয়ে বৈষ্ণোদেবীর দর্শনে যান লক্ষ লক্ষ পুণ্যার্থী। কিন্তু, পরিবেশ দূষণের কারণে এবার বৈষ্ণোদেবীর মন্দিরে দর্শনার্থী সমাগমে রাশ টানতে চাইছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল বা এনজিটি। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের স্পষ্ট নির্দেশ, এখন থেকে প্রতিদিন পঞ্চাশ হাজারের বেশি দর্শনার্থী বৈষ্ণোদেবীর মন্দির যেতে পারবেন না। শুধু তাই নয়, বৈষ্ণোদেবীর মন্দির চত্বরে নতুন কোনও নির্মাণে স্থগিতাদেশ জারি করা হয়েছে।
[আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল মণিপুর, শহিদ ২ জওয়ান]
সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য এখন হয়তো কাশ্মীরে বেড়াতে যাওয়ার সাহস পাচ্ছেন না অনেকেই। কিন্তু, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যের কারণে ভূ-স্বর্গের আকর্ষণ কমেনি। কাশ্মীরের অন্যত্র পর্যটকদের আনাগোনা কমলেও, এখনও প্রতি বছর দুর্গম পার্বত্য পথ পেরিয়ে বৈষ্ণোদেবীর মন্দিরে যান কয়েক লক্ষ দর্শনার্থী। আর পর্যটকদের কথা মাথায় রেখে পাহাড়ে কোলে এই মন্দির ও লাগোয়া এলাকায় বেশ কিছু পরিকাঠামোও তৈরি করেছে স্থানীয় প্রশাসন। এসবের কারণে বৈষ্ণোদেবীর মন্দিরের কাঠামোর ক্ষতি হচ্ছে। এই অভিযোগে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই গত বছর মন্দিরের কঠিন বর্জ্য নিস্কাশন ও নিকাশী ব্যবস্থা ঠিক রাখতে স্থানীয় পুরসভার কী ব্যবস্থা নিয়েছে, তা বৈষ্ণোদেবীর মন্দির কমিটি সিইও-কে জানাতে বলেছিল পরিবেশ আদালত। আর এবার দৈনিক দর্শনার্থীদের সংখ্যা বেঁধে দেওয়া হল। মন্দির চত্বরে নতুন কোনও পরিকাঠামো তৈরিতে জারি হয়েছে স্থগিতাদেশ। কাশ্মীরে বৈষ্ণোদেবীর মন্দিরে দর্শনার্থী সমাগম নিয়ে ঠিক কি নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল? সোমবার পরিবেশ আদালত জানিয়েছে, এখন থেকে প্রতিদিন পঞ্চাশ হাজারের বেশি দর্শনার্থী বৈষ্ণোদেবী মন্দির দর্শনে যেতে পারবেন না। যদি কোনওভাবে দর্শনার্থীর সংখ্যা পঞ্চাশ হাজার ছা়ড়িয়েও যায়, তাহলে অতিরিক্ত দর্শনার্থীদের অর্ধকুয়াড়ি বা কাটরায় আটকে দিতে হবে। পাশাপাশি, বৈষ্ণোদেবী মন্দির চত্বরে নয়া নির্মাণে স্থগিতাদেশ জারি করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি।
[অন্ধ্রপ্রদেশে নৌকাডুবিতে মৃত বেড়ে ১৮, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর]
প্রসঙ্গত, গত বছরের তুলনায় এবার বৈষ্ণোদেবীর মন্দিরে দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে। এবছরের ২১ অক্টোবর পর্যন্ত আগত দর্শনার্থীর সংখ্যা ৬৯ লক্ষ ৩৪ হাজার ৩৭৭ জন।
[হাফিজকে নিকেশ করতে পারে ‘র’, পাকিস্তানের আতঙ্কে উৎফুল্ল খুরশিদ]
The post বৈষ্ণোদেবী মন্দিরে দর্শনার্থীদের সংখ্যা বেঁধে দিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল appeared first on Sangbad Pratidin.