shono
Advertisement

Breaking News

জঙ্গি সংগঠনগুলিকে মদতের অভিযোগ, গ্রেপ্তার কাশ্মীরের প্রাক্তন বিধায়ক রশিদ ইঞ্জিনিয়ার

প্রাক্তন নির্দল বিধায়ককে গ্রেপ্তার করল এনআইএ৷ The post জঙ্গি সংগঠনগুলিকে মদতের অভিযোগ, গ্রেপ্তার কাশ্মীরের প্রাক্তন বিধায়ক রশিদ ইঞ্জিনিয়ার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:38 PM Aug 10, 2019Updated: 02:38 PM Aug 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি সংগঠনগুলিকে মদত দেওয়ার অভিযোগে জম্মু-কাশ্মীরের প্রাক্তন নির্দল বিধায়ক শেখ আব্দুল রশিদ বা রশিদ ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করল এনআইএ। সন্ত্রাসবাদী ও দেশবিরোধী কার্যকলাপে জঙ্গি সংগঠনগুলিকে প্রত্যক্ষে অর্থ সাহায্য করার অভিযোগ অনেকদিন আগেই মামলা দায়ের হয় এই নেতার বিরুদ্ধে৷ তাকে জেরা করেন তদন্তকারীরা৷ জেরায় সন্তোষজনক উত্তর না পাওয়ায়, বিধায়ককে গ্রেপ্তার করা হয়৷

Advertisement

[ আরও পড়ুন: ভেন্টিলেশনে অরুণ জেটলি, এইমসে দেখতে গেলেন বেঙ্কাইয়া নায়ড়ু ]

জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরুতেই রশিদ ইঞ্জিনিয়রকে বেশ কয়েক দফা জেরা করে এনফোর্সমেন্ট ডিরক্টরেট বা ইডি। সূত্রের খবর, তাঁর আয়-ব্যয়ের হিসাবে যে গলদ পাওয়া গিয়েছে, সেই বিষয়ে প্রশ্ন করা হয়৷ কিন্তু কোনও সদুত্তর দিতে পারেনি প্রাক্তন এই বিধায়ক৷ বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাকে গ্রেপ্তার করে এনআইএ৷ সূত্রের খবর, জম্মু-কাশ্মীরে আত্মগোপন করে থাকা জঙ্গি সংগঠনগুলিকে অর্থ সাহায্য করার বিষয়ে জাহুর ওয়াতালি নামে জনৈক এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়৷ তদন্তকারীরা জানতে পারেন যে, ধৃত ব্যক্তি পাক মদতপুষ্ট জঙ্গিনেতা তথা মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের থেকে টাকা সংগ্রহ করত৷ সেই টাকাই পৌঁছে দিত উপত্যকার জঙ্গি সংগঠনগুলির হাতে৷ এবং তাকে জেরা করার সময়ই রশিদ ইঞ্জিনিয়ারের নাম প্রকাশ্যে আসে। তবে এই প্রথম নয়, ২০১৭-তেও একবার জেরার মুখে পড়তে হয়েছিল রশিদ ইঞ্জিনিয়ারকে।

[ আরও পড়ুন: সিনেমাকে হার মানাল বাস্তব! কুখ্যাত গ্যাংস্টারকে বিয়ে করে উধাও মহিলা কনস্টেবল ]

উত্তেজনার আঁচ পেয়ে কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি ঘটানোর আগে থেকেই উপত্যকার রাজনৈতিক নেতাদের উপর নজরদারি চালাচ্ছে কেন্দ্র৷ গত রবিবার কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করে নয়াদিল্লি৷ সোমবার উপত্যকা থেকে বিতর্কিত ৩৭০ ও ৩৫এ ধারার বিলোপ ঘটানো হয়৷ বিশেষ রাজ্যের তকমা হারিয়ে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভেঙে যায় জম্মু-কাশ্মীর৷ এরপর ওইদিন রাতেই গ্রেপ্তার করা হয় মুফতি এবং ওমরকে৷ পরিস্থিতি সামাল দিতে জম্মু-কাশ্মীরে ৪৬ হাজার সেনা মোতায়েন করে কেন্দ্র৷ সশরীরে সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন তিনি৷ প্রশাসন যে সর্বদা তাঁদের পাশেই রয়েছে সেই আশ্বাসও দেন৷ যার ফলও মিলেছে হাতেনাতে৷ ইতিমধ্যে খুলে গিয়েছে জম্মু-কাশ্মীর বহু স্কুল, বাজার ও এলাকার দোকানপাট৷ রাস্তায় বের হচ্ছেন সাধারণ মানুষ৷ ধীরে ধীরে ছন্দে ফিরছে উপত্যকা৷ 

The post জঙ্গি সংগঠনগুলিকে মদতের অভিযোগ, গ্রেপ্তার কাশ্মীরের প্রাক্তন বিধায়ক রশিদ ইঞ্জিনিয়ার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement