সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরই মুসলিম মৌলবাদী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’-কে (PFI) নিষিদ্ধ করেছিল কেন্দ্র। বুধবার বেঙ্গালুরুর বিভিন্ন স্থানে তল্লাশি চালাতে শুরু করল এনআইএ (NIA)। গত বছরের জুলাইয়ে পাটনায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেই সময় তাঁকে হত্যার চক্রান্ত করেছিল পিএফআই। সেই বিষয়েই তদন্তে নেমে এদিনের তল্লাশি।
ইতিমধ্যেই ১৬ জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ। গ্রেপ্তার করা হয়েছে চারজন সন্দেহভাজনকে। এনআইএ’র তরফে জানানো হয়েছে, স্থানীয় পুলিশের সাহায্যে ওই ১৬টি জায়গা থেকে প্রাপ্ত নথিগুলিও খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে, বিভিন্ন বাড়ি, অফিস এমনকী হাসপাতাল থেকেও পিএফআই তাদের কাজ চালাত। পুরো বিষয়টি খুঁটিয়ে দেখছে এনআইএ।
[আরও পড়ুন: মোবাইল রপ্তানিতে চিনের পরেই ভারত, ‘আদৌ কি উৎপাদন বেড়েছে?’ প্রশ্ন তুললেন রঘুরাম রাজন]
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে ইউএপিএ আইনের অধীনে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় পিএফআই সংগঠনকে। শুধু পিএফআই-ই নয়, এরসঙ্গে যুক্ত একাধিক সংগঠন যেমন সিএফআই, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ন্যাশনাল উইমেন্স ফ্রন্টকেও বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত সংগঠন বলে ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে।
ফেব্রুয়ারিতে ওই সংগঠন সম্পর্কে বিস্ফোরক তথ্য হাতে এসেছিল মহারাষ্ট্রের ‘অ্যান্টি টেররিজম স্কোয়াডে’র। জানা গিয়েছিল, ২০৪৭ সালের মধ্যেই ভারতে ইসলামের শাসন জারি করাই লক্ষ্য ছিল ওই সংগঠনের। আর সেই মিশনের জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র ও অন্যান্য সাহায্য বিদেশি শক্তির কাছ থেকেই পাওয়ার পরিকল্পনাও হয়ে গিয়েছিল।