সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি উচ্চমাধ্যমিক বা স্নাতক উত্তীর্ণ? তাহলে আপনার জন্য রয়েছে দারুন খবর। একাধিক পদে বহু কর্মী নিয়োগ করতে চলেছে NIA। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আবদনের ইচ্ছে থাকলে চটপট জেনে নিন বিস্তারিত।
মোট শূন্যপদ-৮১
অ্যাসিস্ট্যান্ট-১৫
স্টেনোগ্রাফার (গ্রেড-১)-২০
আপার ডিভিশন ক্লার্ক- ৮
স্টেনোগ্রাফার (গ্রেড-২)-১৬
লোয়ার ডিভিশন ক্লার্ক-২২
শিক্ষাগত যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট- স্নাতক উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন অ্য়াসিস্ট্য়ান্ট পদে। তবে কম্পিউটার জানা থাকতে হবে। বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।
স্টেনোগ্রাফার (গ্রেড-১)-স্নাতক উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন অ্য়াসিস্ট্য়ান্ট পদে। তবে কম্পিউটার জানা থাকতে হবে। বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।
আপার ডিভিশন ক্লার্ক- উচ্চমাধ্যমিক উত্তীর্ণরাই এই পদে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।
স্টেনোগ্রাফার (গ্রেড-২)-উচ্চমাধ্যমিক বা সমতূল পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।
লোয়ার ডিভিশন ক্লার্ক-উচ্চমাধ্যমিক বা সমতূল পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা তাঁদের আবেদন পত্র পাঠাবেন নিচের ঠিকানায়
SP (ADM), NIA Headquarters, CGO Complex, Lodhi Road, New Delhi – 110003.
আবেদনের শেষ তারিখ
২৫.১১.২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। এই তারিখের ২ মাসের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে আবেদনপত্র।
আবেদন মূল্য- শূন্য