shono
Advertisement

শুল্ক ফাঁকি দিয়ে শহরের বহুতলে দেদার নাইট পার্টি, আবগারি দপ্তরের জালে দুই

বিনা অনুমতিতে পার্টির আয়োজন করত দুই যুবক। The post শুল্ক ফাঁকি দিয়ে শহরের বহুতলে দেদার নাইট পার্টি, আবগারি দপ্তরের জালে দুই appeared first on Sangbad Pratidin.
Posted: 06:54 PM Aug 26, 2018Updated: 07:24 PM Aug 26, 2018

অর্ণব আইচ: আবগারি দপ্তরের শুল্ক ফাঁকি দিয়ে নাইট পার্টির চালানোর অভিযোগ শহর কলকাতায়৷ ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা৷ ধৃতদের নাম বরুণ দেশাই ও বিনয় ডেশওয়ানি৷ কলকাতার সার্কাস এভিনিউয়ের একটি বহুতল থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে৷ পেশায় ইঞ্জিনিয়ার হলেও বিভিন্ন ইভেন্টের আয়োজক হিসাবে কাজ করত এরা৷

Advertisement

[২৮ আগস্ট স্থগিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, আচমকা সিদ্ধান্তে তুঙ্গে বিতর্ক]

জানা গিয়েছে, প্রথমে ফেসবুক ও হোয়াটঅ্যাপে বিভিন্ন গ্রুপ তৈরি করত ধৃতেরা৷ তারপর সেই গ্রুপে যুক্ত করা হতো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের৷ থাকত চাকুরিজীবী যুবক, যুবতীরাও৷ এরপর সেই গ্রুপগুলিতে দেওয়া হত বিভিন্ন নাইট পার্টির হদিশ৷ যেগুলির আয়োজকের ভূমিকায় থাকত এই দুই যুবক৷ সূত্রের খবর, প্রতিটি পার্টির জন্য কমবেশি আটশো টাকা রেজিস্ট্রেশন চার্জ দিতে হত আগ্রহীদের৷ অনলাইনেই তাঁদেরকে ফর্ম জমা দিতে হতো৷ যেখানে উল্লেখ করতে হতো কার সঙ্গে তাঁরা পার্টিতে আসবেন৷ সঙ্গে গাড়ি আনবেন কিনা ইত্যাদি বিষয়৷ বলা হতো, মদ্যপানের জন্য পানীয় আনতে হবে আবেদনকারীদেরই৷ সারারাত ধরে নাচাগানারে দেদার আয়োজন করতে দুই অভিযুক্ত। 

[যারা অস্ত্র নিয়ে মিছিল করে, তাদের হাতে এখন রাখি! বিজেপিকে তীব্র কটাক্ষ পার্থর]

আবগারি দপ্তর সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তাঁদের কাছে বেআইনি এই পার্টির বিষয়ে খবর আসছিল৷ তাঁরা জানতে পারেন, চটুল গানের সঙ্গে এই ধরনের পার্টিতে চলে উদ্দাম নাচ৷ সারা রাত ধরে শহরের বিভিন্ন বাড়ির ছাদে চলত এই ধরনের নাইট পার্টি৷ গোপনে তদন্ত চালাচ্ছিলেন আবগারি দপ্তরের আধিকারিকরা৷ সেই খবরের সূত্র ধরেই শনিবার রাতে সার্কাস এভিনিউয়ের একটি বহুতলে তল্লাশি চালাতে যান তাঁরা৷ সেই বহুতল থেকেই ধরা পড়ে বরুণ দেশাই ও বিনয় ডেশওয়ানি৷ উদ্ধার হয়েছে, ২৫ লিটার বিদেশী ব্র্যান্ডের মদ ও ১৪ লিটার নামী দেশি ব্র্যান্ডের মদ৷ জানা গিয়েছে, এই ধরনের রুফ-টপ পার্টি করার জন্য আবগারি দপ্তরের কোনও ছাড়পত্র দেখাতে পারেনি ধৃতরা৷ ফলে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাদের৷ এই ধরনের নাইট পার্টিতেই দেদার নিষিদ্ধ মাদকের কারবার চলে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আবগারি দপ্তরের আধিকারিকরা৷ এক্ষেত্রে তেমন কিছু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷

The post শুল্ক ফাঁকি দিয়ে শহরের বহুতলে দেদার নাইট পার্টি, আবগারি দপ্তরের জালে দুই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement