shono
Advertisement

বাড়ির সামনে থেকে তরুণীকে তুলে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’! চাঞ্চল্য টিটাগড়ে, অধরা অভিযুক্তরা

নির্যাতিতাকে ভরতি করা হয়েছে হাসপাতালে, তদন্ত শুরু করেছে পুলিশ।
Posted: 08:25 PM Sep 08, 2022Updated: 08:38 PM Sep 08, 2022

অর্ণব দাস, বারাকপুর: ফের গণধর্ষণের (Gangrape) অভিযোগ ঘিরে শোরগোল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। জানা গিয়েছে, টিটাগড় (Titagarh) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কয়লা ডিপো নিউ লাইন এলাকায় বুধবার রাতে ঘটেছে ঘটনাটি। ১৯ বছরের এক তরুণীকে বাড়ির সামনে থেকে তুলে, জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। আজ সকালে টিটাগড় থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে বারাকপুর (Barrackpore) পুলিশ কমিশনারেট।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার রাতে ওই তরুণী বাড়ির সামনে তাঁর দাদু-দিদার পাশে বসে মোবাইল দেখছিলেন। সেই সময় আচমকাই চারজন যুবক বাড়ির সামনে এসে তাঁর মুখ বেঁধে তুলে নিয়ে যায়। এরপর রাস্তার পাশে একটি ঝোপে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ জানিয়েছেন ওই তরুণীর বাবা। তরুণীকে অচৈতন্য অবস্থায় জঙ্গলের পাশ থেকে উদ্ধার করা হয়। তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে বলে খবর।

[আরও পড়ুন: বাগুইআটির মৃত স্কুলপড়ুয়ার বাড়িতে ফিরহাদ-সুজিতরা, অভিযুক্তের কঠোরতম শাস্তির আশ্বাস]

টিটাগড় থানায় দায়ের করা অভিযোগপত্রে তরুণীর বাবার দাবি, মেয়ে তাঁকে এও জানিয়েছেন যে অভিযুক্ত যুবকরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল। গণধর্ষণের পর ওই তরুণীকে ওখানে ফেলেই তারা পালিয়ে যায়। এই ঘটনা বিষয় বলতে গিয়ে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিষ্টু সিং জানান, ”কয়লা ডিপো এলাকায় একটি মেয়েকে শারীরিক নির্যাতনের অভিযোগ হয়েছে বলে শুনেছি। পুলিশ প্রশাসনকে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।” ঘটনার অভিযোগ পেয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অজয় ঠাকুর জানান, ”অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। আশা করি, দ্রুতই এর কিনারা করতে পারব।”

[আরও পড়ুন: সেনার বৈঠকে গলল বরফ, গোগরা হটস্প্রিং থেকে সেনা সরানোর সিদ্ধান্ত ভারত ও চিনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার