shono
Advertisement

লন্ডনের রাস্তায় বুক চিতিয়ে ঘুরছেন ‘পলাতক’ নীরব মোদি, প্রকাশ্যে ভিডিও

সাক্ষাৎ করেছেন বিজয় মালিয়ার সঙ্গে৷ The post লন্ডনের রাস্তায় বুক চিতিয়ে ঘুরছেন ‘পলাতক’ নীরব মোদি, প্রকাশ্যে ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 12:45 PM Mar 09, 2019Updated: 01:05 PM Mar 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ হাজার কোটির বেশি ব্যাংক জালিয়াতি করে ভারত থেকে পালিয়েছেন তিনি৷ তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে ইন্টারপোল৷ কিন্তু এহেন জালিয়াত ব্যবসায়ী নীরব মোদিই বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন লন্ডনের রাস্তায়৷ লন্ডন ওয়েস্টে শান্তিতে বসবাস করছেন ৮ বিলিয়ন মার্কিন ডলার দামের বিলাশবহুল ফ্ল্যাটে৷ সেদেশে শুরু করেছেন নয়া ব্যবসা৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে জালিয়াত নীরব মোদির লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ানোর ভিডিও৷ যার পরেই নড়েচড়ে বসেছে বিদেশ মন্ত্রক৷ বিদেশ সচিব রাবিশ কুমার জানিয়েছেন, নীরব মোদিকে ফেরানোর প্রক্রিয়া চলছে৷ সূত্রের খবর, আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত আরও এক পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার সঙ্গেও সাক্ষৎ করেছেন নীরব মোদি৷ তাঁর হয়ে লড়তে পারেন মালিয়ার আইনজীবী৷   

Advertisement

[এয়ারস্ট্রাইকে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা! সংবাদমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা পাকিস্তানের ]

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ব্রিটেনের সংবাদপত্র টেলিগ্রাফ-এর একটি ভিডিও৷ সেই ভিডিওতেই পলাতক নীরব মোদিকে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়৷ তাঁর গায়ে ছিল ৮ লক্ষ টাকার জ্যাকেট৷ মুখ ভরতি দাড়ি ও গোঁফ৷ তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন টেলিগ্রাফের সাংবাদিক৷ একাধিক প্রশ্ন করলেও, ‘সরি নো কমেন্টস’ বলে এড়িয়ে যান তিনি৷ সূত্রের খবর, লন্ডনে হিরের নয়া ব্যবসা শুরু করেছেন নীরব মোদি৷ লন্ডন ওয়েস্টের একটি বিলাশবহুল অ্যাপার্টমেন্টে বসবাস করছেন৷ ইতিমধ্যে সেখানে কিনে ফেলেছেন দামি গাড়ি৷ ব্রিটেনের ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের ন্যাশনাল ইনসিওরেন্স নম্বরও করে ফেলেছেন পিএনবি ব্যাংক জালিয়াতি কাণ্ডে এই মূল অভিযুক্ত৷ এই ভিডিও প্রকাশ্যে আসার পরই মুখ খুলেছে বিদেশ মন্ত্রক৷ মন্ত্রকের সচিব রাবিশ কুমার জানিয়েছেন, নীরবকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে ভারত৷ ব্রিটেন প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেছে সরকার৷ তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা চলছে৷

[বোমা ছুঁড়ে পাইন গাছ ভেঙেছে ভারত, বায়ুসেনার বিরুদ্ধে FIR পাকিস্তানের ]

শুক্রবারই মহারাষ্ট্রের আলিবাগে সমুদ্র সৈকতের ধারে বেআইনিভাবে তৈরি হওয়া নীরব মোদির প্রাসাদোপম বাংলো ভেঙে দিয়েছে মহারাষ্ট্র সরকার৷ বাংলোটিকে ঘিরে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল৷ অভিযোগ, বেআইনিভাবে সমুদ্রের তীরে তৈরি হয়েছিল বাংলোটি৷ ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল৷ শুক্রবার সকালেই ১০০ কোটি টাকা মূল্যের ৩৩ হাজার স্কয়্যার ফুটের বাংলোটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে প্রশাসন৷ উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় ২০ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে নীরব মোদি এবং তাঁর মামা তথা বিজনেস পার্টনার মেহুল চোকসির বিরুদ্ধে৷ এই প্রতারণার খবর সামনে আসার আগেই দেশ ছেড়ে পালান তাঁরা৷ তাঁদের বিরুদ্ধে তদন্তে নামে ইডি৷ ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল৷ একা নীরব মোদি নন, রেড কর্নার নোটিস জারি করা হয়েছে নীরবের ভাই নিশাল মোদির নামেও৷ নীরবের বোনের নামেও জারি হয়েছে রেড কর্নার নোটিস৷ নীরবের সংস্থার অন্যতম কর্তা সুভাষ পরবের বিরুদ্ধেও নোটিস জারি হয়েছে৷ নোটিস দেওয়ার পাশাপাশি, ইন্টারপোলের তরফে বেশ কয়েকটি দেশকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে নীরব মোদির সন্ধান চালানোর জন্য৷

The post লন্ডনের রাস্তায় বুক চিতিয়ে ঘুরছেন ‘পলাতক’ নীরব মোদি, প্রকাশ্যে ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement