সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ২০ হাজার কোটি টাকার প্রতারণা করে পলাতক হিরে ব্যবসায়ী সঙ্গেই নীরব মোদি৷ তবে কেবল দেশের মানুষের সঙ্গেই জালিয়াতি করেননি নীরব৷ বিদেশি ক্রেতাদেরও ঠকিয়েছেন৷ এবার তাঁর বিরুদ্ধে নকল হিরে বিক্রির অভিযোগ আনলেন কানাডিয়ান নাগরিক পল আলফানসো৷ নিজের প্রেমিকার জন্য চলতি বছরই নীরব মোদির থেকে যে হিরের আংটি কিনেছিলেন তিনি৷ কয়েক মাসের মাথায় তা নকল বলে প্রমাণিত হল৷ আলফানসোর সঙ্গে বিয়ে ভাঙলেন তাঁর প্রেমিকা৷ অবসাদে ইতিমধ্যে নীরবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন তিনি৷
[চিনেই আটক ইন্টারপোল প্রেসিডেন্ট, ইস্তফা দিলেন শীর্ষপদ থেকে]
জানা গিয়েছে, ২০১২-তে নীরবের সঙ্গে পরিচয় হয় আলফানসোর। এরপর তাঁদের সম্পর্ক আরও ভাল হয়৷ নীরব হিরের ব্যবসায়ী জানতে পেরে চলতি বছরের এপ্রিলে তাঁর থেকে একটি হিরের আংটি কেনেন এই কানাডিয়ান৷ যার মূল্য ছিল এক লক্ষ ২০ হাজার মার্কিন ডলার৷ যা বিয়েতে প্রেমিকাকে উপহার দেওয়ার কথা ছিল আলফানসোর৷ এরপর নীরবের থেকে আরও একটি হিরের আংটি ক্রয় করেন আলফানসোর প্রেমিকা৷ সূত্রের খবর, জুন মাসে সেই দুটি আংটিই হাতে পান ওই যুগল৷ কিন্তু দু’মাস পরেই বিপত্তি দেখা দেয়৷ তাঁরা জানতে পারেন হিরের আংটি দুটি নকল৷ প্রথমে বিশ্বাস করতে না পারলেও পরে সবটা স্পষ্ট হয় যুগলের কাছে৷ তাঁরা জানতে পারেন নীরব আদতে ভারত থেকেও ২০ হাজার টাকা জালিয়াতি করে চম্পট দিয়েছে৷ এরপর আর সময় নষ্ট না করে জালিয়াত এই হিরে ব্যবসায়ীর নামে অভিযোগ দায়ের করেন আলফানসো৷
[মোদির পথে হাঁটলেন ইমরান, শুরু ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ পাকিস্তান কর্মসূচি]
সম্প্রতি, পিএনবি কাণ্ডে অভিযুক্ত নীরব মোদির দেশ ও বিদেশের মোট ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। পিএনবি কাণ্ডের পর থেকেই বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন নীরব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় ২০ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে নীরব মোদি এবং তাঁর মামা তথা বিজনেস পার্টনার মেহুল চোকসির বিরুদ্ধে৷ এই প্রতারণার খবর সামনে আসার আগেই দেশ ছেড়ে পালান তাঁরা৷ তাঁদের বিরুদ্ধে তদন্তে নামে ইডি৷ জানা যায়, তাঁরা ব্রিটেনে আত্মগোপন করে রয়েছেন৷ তাঁদের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল৷ একা নীরব মোদি নন, রেড কর্নার নোটিস জারি করা হয়েছে নীরবের ভাই নিশাল মোদির নামেও৷ নীরবের বোনের নামেও জারি হয়েছে রেড কর্নার নোটিস৷ নীরবের সংস্থার অন্যতম কর্তা সুভাষ পরবের বিরুদ্ধেও নোটিস জারি হয়েছে৷ নোটিস দেওয়ার পাশাপাশি, ইন্টারপোলের তরফে বেশ কয়েকটি দেশকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে নীরব মোদির সন্ধান চালানোর জন্য৷