সোমনাথ রায়, নয়াদিল্লি: গ্রেপ্তারি ঠেকাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশীথ প্রামাণিক। গুলি চালানোর ঘটনায় এবার শীর্ষ আদালতে রক্ষাকবচের আবেদন জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামীকাল অর্থাৎ শুক্রবার মামলার শুনানি।
কলকাতা হাই কোর্টে পরবর্তী শুনানির আগেই গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে বলে সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছেন নিশীথের আইনজীবী পাটওয়ালিয়া। বিচারপতি বেলা এম ত্রিবেদীর নেতৃত্বাধীন বেঞ্চে তিনি জানান, ২০২২ সালে চার্জশিট দাখিল হয়ে গেলেও এখনও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি। যেহেতু তিনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, তাই রাজনৈতিক প্রতিহিংসার বশে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। রাজ্যের পরিস্থিতি ভালো নয় বলেও উল্লেখ করেন তিনি।
[আরও পড়ুন: ‘কেউ কারও বিরুদ্ধে প্রকাশ্যে বললে ছেঁটে ফেলা হবে’, অভিষেককে পাশে নিয়ে বার্তা মমতার]
পঞ্চায়েত নির্বাচনের আগে ২০১৮ সালে কোচবিহারের গীতালদহের হরিরহাটে গুলিবিদ্ধ হন দু’জন। নিশীথের নির্দেশে গুলি চালানো হয় বলে অভিযোগ করে আহতদের পরিবার। সেইমতো থানায় অভিযোগ দায়ের হয়। নিশীথের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার সাংসদ গত সপ্তাহে কলকাতা হাই কোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেন। তা খারিজ করে দেয় আদালত। এর পরই তাঁকে গ্রেপ্তারির দাবিতে পথে নামে স্থানীয় তৃণমূল। ২২ জানুয়ারি কলকাতা হাই কোর্টে মামলার পরবর্তী শুনানির আগেই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করছেন মন্ত্রী।