সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটের (INDIA bloc) চেয়ারপার্সন হিসেবে বেছে নেওয়া হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge)। কিন্তু জানা যাচ্ছে, তাঁর আগে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ওই পদের জন্য বেছে নেওয়ার প্রস্তাব উঠেছিল। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ওই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু খোদ রাহুলই আহ্বায়ক হওয়ার প্রস্তাব খারিজ করে দেন। এমনই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের।
শনিবার জোট শরিকদের মধ্যে ভারচুয়াল বৈঠকে আহ্বায়ক হিসেবে উঠেছিল নীতীশ কুমারের নামও। কিন্তু তিনি জানিয়ে দেন, তাঁর চেয়ে লালুপ্রসাদ যাদব বেশি যোগ্য হবেন। কেননা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর চেয়ে সিনিয়র। কিন্তু কেন রাজি হননি রাহুল? দাবি, শনিবার ২৮ দলের বৈঠকের শুরুতেই জেডিইউ প্রধান নীতীশ রাহুলের নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু কংগ্রেসের প্রাক্তন সভাপতি জানিয়ে দেন, তিনি একেবারে তৃণমূল স্তর থেকে কাজ করতে চান। রবিবার থেকে শুরু হতে চলেছে তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা। তিনি সেদিকেই মন দিতে চান।
[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]
পরে রাহুল প্রস্তাব করেন খাড়গের নাম। যে নামে সমর্থন ছিল সোনিয়া গান্ধীর। আরও অনেকেই সমর্থন জানান সেই প্রস্তাবে। পরে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জোটের আহ্বায়ক হিসেবে নীতীশ কুমারের নাম প্রস্তাব করেন। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী জানান, তিনি আগ্রহী নন। এদিকে কালকের বৈঠকের পরও প্রশ্ন রয়ে যাচ্ছে, দেশজুড়ে আসন সমঝোতা কবে হবে ইন্ডিয়া জোটের? আপাতত সেই উত্তরই খুঁজতে চাইছে ওয়াকিবহাল মহল।