shono
Advertisement

Breaking News

‘বিহারের মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব’! এ কী বললেন নীতীশ? তুঙ্গে জল্পনা

নীতীশকে আশ্রমে চলে যাওয়ার 'পরামর্শ' বিজেপির।
Posted: 12:46 PM Sep 28, 2022Updated: 12:47 PM Sep 28, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মাননীয় মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব’ (Tejaswi Yadav)। এইভাবে এক অনুষ্ঠানে লালুপুত্রকে সম্বোধন করতে দেখা গেল বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar)। যা নিয়ে শোরগোল তুঙ্গে। যদিও সভায় এমন বেফাঁস বলে ফেলেও নির্বিকার ভঙ্গিতে ভাষণ দিতে দেখা যায় জেডিইউ সুপ্রিমোকে।

Advertisement

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ব্যাঙ্গ করতে ছাড়ছে না বিজেপি। সদ্য তাদের হাত ছেড়ে আরজেডির সঙ্গে নয়া সরকার গড়েছে নীতীশের দল। সেই ‘জ্বালা’য় এখন বিরোধিতার কোনও ইস্যুই হাতছাড়া করতে রাজি নয় গেরুয়া শিবির। তারা রীতিমতো খোঁচা মেরে বলেছে, নীতীশ বুঝেছেন তাঁর সময় শেষ। এবার আশ্রমে চলে যাওয়া উচিত প্রবীণ নেতার।

[আরও পড়ুন: ‘তেলের দাম বাড়ায় আমাদের কোমর ভেঙে যাচ্ছে’, বৈঠকে আমেরিকাকে বার্তা জয়শংকরের]

ঠিক কী হয়েছিল? এক সরকারি পশু হাসপাতালের অনুষ্ঠানে গিয়েছিলেন নীতীশ। তাঁর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সদ্য উপমুখ্যমন্ত্রী হওয়া লালুপুত্র। সেই সময়ই জেডিইউ সুপ্রিমো বলে ওঠেন, ”মাননীয় মুখ্যমন্ত্রী তেজস্বীপ্রসাদ যাদব।” তিনি মুখ ফসকে এই কথা বলার পরই উপস্থিত দর্শক ও মঞ্চের অন্যরাও হতবাক হয়ে যান।

নীতীশকে খোঁচা মেরে বিজেপির মুখপাত্র নিখিল আনন্দ বলেছেন, ”বোঝাই যাচ্ছে, নীতীশ কুমার সজ্ঞানে বা অবচেতনে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন। এবার সময় এসেছে, নীতীশ বরং আশ্রমে চলে যান।”

[আরও পড়ুন:বিপ্লবে মিশল ইরান-তুরস্ক, হিজাব কাণ্ডের বিরোধিতায় মঞ্চে চুল কাটলেন গায়িকা]

এদিকে আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারির কথায়, ”হতে পারে উনি মুখ ফসকে বলেছেন। আমরা এটাকে ভাইপো তেজস্বী যাদবের প্রতি নীতীশ কুমারের আশীর্বাদ বলেই ধরছি। উনিই তো ভবিষ্যতের নেতা।”

প্রসঙ্গত, এই মুহূর্তে বিজেপি বারবার নীতীশকেই আক্রমণ করছে তাদের ‘গেমপ্ল্যান’ মেনে। গত সপ্তাহেই বিহারে এসে নীতীশকে আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁকে বলতে শোনা যায়, ”নীতীশ কুমার লালুপ্রসাদ যাদবের কোলে বসতে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। এইভাবে রাজনৈতিক জোট বদলে কি আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন?”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement