shono
Advertisement

Breaking News

‘রাস্তাতেও ঘুমোতে পারি’, স্কুলে নিশিযাপন নিয়ে কটাক্ষের জেরে মন্তব্য কুমারস্বামীর

কর্ণাটকের মুখ্যমন্ত্রীর জন্য বিলাসবহুল ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ বিরোধীদের। The post ‘রাস্তাতেও ঘুমোতে পারি’, স্কুলে নিশিযাপন নিয়ে কটাক্ষের জেরে মন্তব্য কুমারস্বামীর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:14 PM Jun 22, 2019Updated: 08:14 PM Jun 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামের বাসিন্দাদের সমস্যা দেখতে গিয়ে স্কুলের ঘরে রাত কাটালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। ‘গ্রাম বাস্তব ২.০’ প্রকল্পের মাধ্যমে গ্রামের বাসিন্দাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর লক্ষ্যে শুক্রবার ইয়াদগির জেলার গুরমিতকাল এলাকা থেকে জনসংযোগ শুরু করেন তিনি। আর মেঝেতে বিছানা করে রাত কাটান চন্দ্রাকি গ্রামের একটি সরকারি স্কুলে। বিষয়টি নিয়ে তাঁকে কটাক্ষ করেছে বিরোধীরা। অভিযোগ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নিশিযাপনের জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছিল ওই স্কুলে।

Advertisement

[আরও পড়ুন- মেয়ের রূপ নিয়ে খোঁচা, সোশ্যাল মিডিয়ায় যোগ্য জবাব স্মৃতির]

কিন্তু, শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ অস্বীকার করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। রাগ দেখিয়ে বলেন, “কী পাঁচতারা হোটেলের মতো ব্যবস্থা? আমি রাস্তাতেও ঘুমোতে পারি। তবে বিরোধীদের কাছ থেকে জানতে চাই, সাধারণ কিছু সুবিধা না নিলে প্রতিদিন আমি কাজ করব কী করে? একটা ছোট্ট বাথরুম বানানো হয়েছে। যেটা আমি সঙ্গে করে নিয়ে যাব না।”

চন্দ্রাকি গ্রামে কোনও উন্নয়ন হয়নি বলে অভিযোগ উঠছিল। বিষয়টি খতিয়ে দেখতে ওই গ্রামে থাকার পরিকল্পনা নেন কুমারস্বামী। একজন সাধারণ মানুষের মতো ওই গ্রামে গিয়ে রাত কাটান। এরপরই তাঁকে কটাক্ষ করেন বিরোধীরা। বিজেপির তরফে লোক দেখানোর উদ্যোগ বলে মন্তব্য করা হয়।

[আরও পড়ুন- তিন বছরে আত্মঘাতী ১২ হাজার কৃষক, বিজেপি শাসিত মহারাষ্ট্রে করুণ ছবি]

এর জেরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। বলেন, “আমার কিছু বন্ধু শুধু বিধানসভায় বসেই কাজ করতে পারে। কিন্তু, আমি অন্য কাজও করতে পারি। এটা লোক দেখানোর বিষয় নয়। যদি লোক দেখানো কিছু হয়ে থাকে তা বিরোধীরা করছে। কোনও ভলভো বাসে নয় আমি এখানে এসেছি একটা সাধারণ বাসে চেপে। তাই বিজেপির থেকে আমাকে কিছু শিখতে হবে না। জীবনে অনেক কিছু দেখেছি। প্রয়োজনে কুঁড়েঘরে শুয়েছি আবার পাঁচতারা হোটেলেও থেকেছি।”

The post ‘রাস্তাতেও ঘুমোতে পারি’, স্কুলে নিশিযাপন নিয়ে কটাক্ষের জেরে মন্তব্য কুমারস্বামীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement