shono
Advertisement

‘অসাধারণ কিছু করার ক্ষমতা আছে তোমাদের’, ভুটানি পড়ুয়াদের বললেন মোদি

ভুটানের সঙ্গে ১০টি মউ স্বাক্ষরিত হয়েছে ভারতের। The post ‘অসাধারণ কিছু করার ক্ষমতা আছে তোমাদের’, ভুটানি পড়ুয়াদের বললেন মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:11 PM Aug 18, 2019Updated: 08:11 PM Aug 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অসাধারণ কিছু করার ক্ষমতা আছে তোমাদের মধ্যে।’ থিম্পুর রয়্যাল ইউনিভার্সিটি অফ ভুটানে গিয়ে সেখানকার পড়ুয়াদের এভাবেই উদ্দীপ্ত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফরে ভুটানে গিয়েছিলেন তিনি। ফিরে এসেছেন রবিবার বিকেলে।

Advertisement

কিন্তু, তার আগে ভুটান সফরের শেষ দিনে সেখানকার পডুয়াদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলার চেষ্টা করলেন মোদি। তাঁদের মন উজ্জ্বলতম বলে অ্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘যৌবনের ধর্ম পালনের জন্য এর থেকে ভাল সময় আর হতে পারে না। আন্তরিক প্রচেষ্টার ফলে ভুটানের যদি বিদ্যুৎ গতিতে উত্থান ঘটে। তবে ১৩০ কোটি ভারতীয় বন্ধু কেবল মাত্র দশর্ক থাকবেন না। তাঁরাও আপনাদের সহযোগী হবেন। আপনাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেবেন। আপনাদের কাছ থেকে শিখবেন।’

[আরও পড়ুন: ঘাতক প্লাস্টিক দূষণ, প্রাণ গেল সামুদ্রিক প্রাণী ডুগং মরিয়মের]

বিজ্ঞান থেকে শিক্ষা, সব ক্ষেত্রেই ভুটানের যুব প্রজন্ম এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি। তাদের প্রশংসা করে বলেন, ‘গোটা বিশ্ব আজ আগের থেকে অনেক বেশি সুযোগ দিচ্ছে। আর এর মাধ্যমে অসাধারণ কিছু করে দেখানোর মতো শক্তি ও ক্ষমতা আপনাদের রয়েছে। যে ক্ষমতা আপনাদের আগামী প্রজন্মের উপরেও গভীর প্রভাব ফেলবে। তাই নিজের মন কী চায় তা অনুভব করুন। তারপর তা অনুসরণ করুন। নিজের স্বপ্নকে ছুঁতে ঝাঁপিয়ে পড়ুন। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে এদেশের যুব প্রজন্মের বিজ্ঞানীরা মহাকাশ গবেষণায় অংশ নিতে ভারতে আসছেন। ছোট কৃত্রিম উপগ্রহ তৈরি করে তা উৎক্ষেপণও করছেন। আমি আশা করি, সেদিন খুব দেরি নেই যখন আপনাদের মধ্যে অনেকে বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার বা আবিষ্কারক হবেন।’

এপ্রসঙ্গে  Exam Warroirs বইটির কথা উল্লেখ করেন মোদি। বলেন, ‘ভগবান বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়েই এই বইতে লিখেছি আমি। তাঁর শিক্ষাই আজকের প্রজন্মের কাছে সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। তিনি যে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে ভয়কে জয় করে একসঙ্গে বাঁচার কথা বলে গিয়েছেন। তা সবার কাছে তুলে ধরার চেষ্টা করেছি।’

[আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় ভারতবিরোধী স্লোগান, পাক নাগরিকদের রুখলেন বিজেপি নেত্রী]

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার সফরের প্রথম দিনেই ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন নরেন্দ্র মোদি। ১০টি চুক্তিও স্বাক্ষরিত হয় দু’দেশের মধ্যে। এর মধ্যে মহাকাশ গবেষণা, তথ্যপ্রযুক্তি, শক্তি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে।

The post ‘অসাধারণ কিছু করার ক্ষমতা আছে তোমাদের’, ভুটানি পড়ুয়াদের বললেন মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement