গোবিন্দ রায়, বসিরহাট: আর্থিক দুর্নীতি, বেআইনিভাবে জমি হস্তান্তর-সহ একাধিক কেলেঙ্কারির অভিযোগ টাকি পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) বসিরহাট মহকুমার টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজি-সহ তৃণমূলের ১২ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনলেন। অভিযোগ, টাকি পৌরসভার (Taki Municipality) জমি বেআইনিভাবে হস্তান্তর আর্থিক দুর্নীতির স্বজনপোষণ অভিযোগ উঠেছিল দীর্ঘদিন ধরে। বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব ঘিরে সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।
টাকা দেওয়া নিয়ে গন্ডগোল, বচসা। টাকি পৌরসভা তৃণমূলের (TMC) কাউন্সিলরদের মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল এদিন। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে অনাস্থা প্রস্তাব পেশ করলেন ভাইস চেয়ারম্যান-সহ ১২ জন তৃণমূল কাউন্সিলর। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা জেলাশাসক (DM) শরৎ কুমার দ্বিবেদীর দপ্তরে তা পাঠানো হয়েছে। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, ”টাকি পৌরসভায় একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেখানে বেআইনিভাবে জমি হস্তান্তর থেকে চুরি করে সরকারি জমি দখল করা এমনকী স্বজনপোষণ-সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তৃণমূলের এক পক্ষের বিরুদ্ধে তাই আরেক পক্ষ অনাস্থা এনেছে। এবার আপনারাই ভাবুন। আমরা চাই, দুর্নীতিমুক্ত টাকি পৌরসভা।”
[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলা: ধান কেনাবেচায় ১ কোটি লেনদেন! অরণ্যভবনে ইডি অভিযানে উদ্ধার নথি]
টাকি পৌরসভায় মোট আসন ১৬। তৃণমূলের দখলে ১৪টি। আর বিজেপি পেয়েছে ২ আসন। কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ জন তৃণমূল কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনায় সংখ্যালঘু হয়ে পড়েন তৃণমূলের চেয়ারম্যান। যদিও তৃণমূলের ভাইস চেয়ারম্যান-সহ ১২ জন কাউন্সিলর এ বিষয় মুখ খুলতে নারাজ।