shono
Advertisement

Suvendu Adhikari: স্বস্তি শুভেন্দুর, হাই কোর্টের অনুমতি ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে করা যাবে না FIR

শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআরে অন্তবর্তী স্থগিতাদেশও দেয় হাই কোর্ট।
Posted: 06:04 PM Dec 09, 2022Updated: 06:17 PM Dec 09, 2022

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে বড় স্বস্তি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে আর কোনও নতুন FIR করা যাবে না।  এমনই নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার। এর আগে শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআরে অন্তবর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট।

Advertisement

রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে মোট ২৬ টি এফআইআর রয়েছে বিভিন্ন থানায়। তার পরিপ্রেক্ষিতেই হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে বিরোধী দলনেতা অভিযোগ করেন, দলবদলের কারণে প্রতিহিংসার শিকার হচ্ছেন। পরিকল্পনা মাফিক একের পর এক মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। যার অধিকাংশই ভিত্তিহীন। সেই কারণে শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে হওয়া সমস্ত মামলা খারিজের আবেদন করেন। অন্যথায় সিবিআই তদন্তের দাবি জানান।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির ‘আঁতুড়ঘর’ SSC অফিস, হাই কোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট সিবিআইয়ের]

সেই মামলায় বিচারপতি রাজশেখর মান্থার পর্যবেক্ষণ, শুভেন্দু অধিকারী একটা সময়ে তৃণমূলে ছিলেন। বর্তমানে তিনি বিরোধী দলেনতা। মানুষের ভোটে নির্বাচিত। ফলে পুলিশ নিজে অথবা অন্য কারও নির্দেশে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে বিরোধী দলনেতার কাজ স্তব্ধ করার চেষ্টাও করতে পারে। সেই কারণেই শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬ টি এফআইআরেই অন্তবর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট। তবে সিবিআই তদন্তের নির্দেশ দেননি বিচারপতি।

প্রসঙ্গত, হাই কোর্টের রক্ষাকবচ থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এত এফআইআর (FIR) দায়ের নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি। এবিষয়ে রাজ্যের কাছে হলফনামা চেয়েছে হাই কোর্ট। আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে আর কোনও নতুন FIR করা যাবে না বলেই জানান বিচারপতি। 

[আরও পড়ুন: রাজ্য রাজনীতিতে ডিসেম্বর ‘উত্তাপ’, তিনটি গুরুত্বপূর্ণ তারিখ দিলেন শুভেন্দু, পালটা দিল তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement