সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী সুরক্ষায় বড়সড় পদক্ষেপ রাজস্থান সরকারের। ধর্ষণ তো বটেই, কারও বিরুদ্ধে মেয়েদের উত্যক্ত করার বা হেনস্তা করার অভিযোগ থাকলেই তাঁকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা হবে। ঘোষণা করলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)।
কংগ্রেসশাসিত রাজস্থানে গত কয়েক মাসে একাধিক ধর্ষণ এবং নারী নির্যাতনের খবর প্রকাশ্যে এসেছে। বস্তুত কংগ্রেসের শাসনে গত পাঁচ বছরে আগের তুলনায় নারী নির্যাতনের হার বেড়েছে। যা কিনা ভোটের মুখে কংগ্রেসের (Congress) জন্য চিন্তার বিষয়। বিজেপি (BJP) ইতিমধ্যেই নারী নির্যাতনকে ভোটের প্রধান ইস্যু হিসাবে তুলে আনার চেষ্টা শুরু করেছে। তাতে খানিকটা হলেও ব্যাকফুটে অশোক গেহলট সরকার।
[আরও পড়ুন: ভয়ংকর দুর্ঘটনা মিজোরামে, নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে মৃত কমপক্ষে ১৭ শ্রমিক, আহত বহু]
চাপের মুখে বুধবার রাজস্থানের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগে যাদের গ্রেপ্তার করা হবে, তাদের সরকারি চাকরি পাওয়াতে নিষেধাজ্ঞা জারি করা হবে। গেহলটের সাফ কথা, বিকৃত মানসিকতার মানুষকে শাস্তি পেতেই হবে। গেহলটের দাবি, স্রেফ শেষ কয়েক মাসে রাজস্থানে (Rajasthan) নারী ঘটিত অপরাধের অভিযোগে ৩০০ জন গ্রেপ্তার হয়েছেন। গেহলট দাবি করেছেন, যারা এভাবে গ্রেপ্তার হচ্ছেন, সরকার তাদের রেকর্ড রাখছে। এদের কাউকে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
[আরও পড়ুন: ইতিহাস তেলেঙ্গানার রূপান্তরকামী চিকিৎসকের, সংরক্ষিত আসনে নেবেন স্নাতকোত্তরের পাঠ]
শোনা যাচ্ছে, শীঘ্রই বিধানসভায় বিল এনে রাজস্থানে নারী নির্যাতনে অভিযুক্তদের সরকারি চাকরির সুবিধা থেকে বাদ দেওয়ার আইন তৈরি করা হবে। দেশে এই ধরনের আইন প্রথমবার তৈরি হতে চলেছে।