সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেলিকপ্টার বা বিশেষ বাহন নয়, রানি এলিজাবেথের শেষকৃত্যে বাসে চেপে যেতে হবে রাষ্ট্রপ্রধানদের! শুধু তাই নয়, লন্ডন আসতে সাধারণ বাণিজ্যিক বিমান ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে তাঁদের বলেও খবর। ‘প্রটোকল ভেঙে’ ব্রিটিশ সরকারের এহেন পদক্ষেপে শুরু হয়েছে বিতর্ক।
ব্রিটেনের ‘ফরেন কমনওয়েল্থ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস’-এর এক আধিকারিককে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর রানির (Elizabeth II) শেষকৃত্যে যোগ দিতে বিদেশ থেকে প্রায় ৫০০ জন অতিথি আসবেন। প্রায় ছয় দশক পর এত বড় অনুষ্ঠানের প্রস্তুতিতে প্রবল তোড়জোড় শুরু হয়েছে। ভিন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ও অন্যান্য প্রতিনিধি যাঁরা আসবেন, তাঁদের আতিথেয়তা ও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রানির শেষকৃত্যে অতিথিদের পৌঁছনোর ব্যবস্থা করতে বিপুল আয়োজন করা হয়েছে।
সংবাদমাধ্যম ‘Politico’ সূত্রে খবর, ব্রিটেনের বিদেশমন্ত্রক এক চিঠিতে জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্যের অনুষ্ঠানে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন না কোনও রাষ্ট্রপ্রধান। এমনকি সকলকে দেওয়া যাবে না ব্যক্তিগত গাড়িও। তাই পশ্চিম লন্ডনের এক অজ্ঞাত স্থান থেকে তাঁদের সকলের জন্য থাকছে বিশেষ বাসের ব্যবস্থা। সেটিতে চড়েই রানির শেষকৃত্যে অংশ নিতে যাবেন পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা সব বিদেশি অতিথি।
[আরও পড়ুন: হুবহু মিলিয়েছিলেন রানির মৃত্যুর দিন, ব্রিটেনের নতুন রাজার আয়ু কতদিন, জানালেন সেই ভবিষ্যৎদ্রষ্টা]
এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ‘Politico’-র দাবি, লন্ডনে নিযুক্ত এক রাষ্ট্রদূত কটাক্ষ করে নাকি বলেছেন, “আপনারা ভাবতে পারছেন, বাসে চেপে যাবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন!” তবে সূত্রের খবর, বাইডেনের ক্ষেত্রে ছাড় দিয়েছে ডাউনিং স্ট্রিট। নিজর বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ চড়েই আসবেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, নিজের গাড়ি ‘বিস্ট’-এ চড়েই ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যাবেন তিনি। এদিকে, আমন্ত্রিত হলেও লন্ডনে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে সূত্রের খবর। ১৫ তারিখ উজবেকিস্তানে এসসিও সামিটে যোগ দিতে যাচ্ছেন মোদি। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Elizabeth II)। সোমবার এডিনবরায় সেন্ট জাইলস ক্যাথিড্রালে শেষবারের জন্য রানিকে বিদায় জানান হাজার হাজার মানুষ। স্কটিশ রাজধানীর পথে রানির কফিনের সঙ্গে পা মিলিয়েছিলেন তাঁর চার সন্তান-রাজা তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যান, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড। হলিরুড প্যালেস থেকে ক্যাথিড্রালে নিয়ে আসা হয় রানির দেহ। প্রিয় রানির কফিন একবার চোখের দেখা দেখতে এডিনবরার রাস্তার দু’পাশে নেমেছিল মানুষের ঢল। স্কটল্যান্ডে অনুষ্ঠান শেষে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা নাগাদ লন্ডন পৌঁছয় কফিন।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, আজ, বুধবার সন্ধ্যায় ওয়েস্টমিনস্টার হলে আনা হবে রানির মরদেহ। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন নগরবাসীরা। কফিনের প্রতিটি কোণায় সর্বক্ষণ পাহারায় থাকবেন রাজপরিবারের দায়িত্বে নিযুক্ত সেনারা। বুধবার সন্ধ্যা পাঁচটা থেকে আগামী সোমবার শেষকৃত্যের আগে সন্ধে সাড়ে ছ’টা পর্যন্ত আমজনতা রানিকে অন্তিমশ্রদ্ধা জানাতে পারবেন। তারপর ওইদিনই ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্বামী ফিলিপের পাশেই সমাহিত করা হবে তাঁকে।