shono
Advertisement

প্যান্ট ছাড়াই পাতালরেল সফরে মার্কিন মুলুকের যাত্রীরা

কিন্তু কেন? The post প্যান্ট ছাড়াই পাতালরেল সফরে মার্কিন মুলুকের যাত্রীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:55 AM Jan 11, 2017Updated: 09:29 PM Jan 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজকার মতোই নিউইয়র্কের সাবওয়েতে থিকথিক করছিল মানুষের ভিড়৷ ট্রেন আসা মাত্রই যে যার মতো উঠে গেলেন তাতে৷ কেউ বসলেন, কেউ দাঁড়িয়ে থাকলেন৷  কেউ কারও দিকে তাকানোর প্রশ্ন নেই৷ সবাই ব্যস্ত নিজের নিজের কাজে৷ কাজ বলতে খবরের কাগজ পড়া, মোবাইল ফোন নিয়ে ভিডিও গেম খেলা কিংবা সিনেমায় ডুবে থাকা নতুবা গান শোনা৷ আশেপাশে কে কী করছেন চেয়ে দেখে লাভ কী?

Advertisement

কিন্তু হঠাৎ যদি সামনে কেউ নিজের প্যান্ট খুলে দাঁড়িয়ে পড়েন? হ্যাঁ, আপনি ঠিক পড়ছেন আর আমি ঠিক লিখছি৷ ঠিক এই ঘটনাটিই ঘটেছে নিউইয়র্কের সাবওয়েতে৷ নিত্যযাত্রীদের অবাক করে বিনা প্যান্টেই ট্রেনে সওয়ার হয়েছেন এক দল যুবক-যুবতী৷ এই উদ্যোগ নিয়েছিল ইমপ্রুভ এভরিওয়্যার কমেডি কালেক্টিভ নামে এক সংগঠন৷

২০০২ সালে তৈরি হয়েছিল এই সংস্থা৷ মাত্র সাত জন সদস্য নিয়ে৷ এক তা অনেকটাই বেড়ে গিয়েছে৷ লক্ষ্য একটাই মানুষের জীবনে হাসি ফিরিয়ে আনা, প্রাণ ফিরিয়ে আনা৷ শুধুমাত্র বাঁচার তাগিদে না ছুটে বাঁচতে শেখানো৷ অনেকেই এই পদক্ষেপকে শ্লীল-অশ্লীলের মাপকাঠিতে মাপতে  পারেন৷ তবে এটা তার থেকে অনেক বেশি বলে মনে করেন গোষ্ঠীর সদস্য জেসে গুড৷

The post প্যান্ট ছাড়াই পাতালরেল সফরে মার্কিন মুলুকের যাত্রীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement