shono
Advertisement

হুইল চেয়ার নেই, তাই হামাগুড়ি দিয়ে স্কুলে যায় এই ছাত্র

বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় দু'কিলোমিটার। The post হুইল চেয়ার নেই, তাই হামাগুড়ি দিয়ে স্কুলে যায় এই ছাত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 04:58 AM Apr 07, 2017Updated: 06:50 PM Dec 16, 2019

শঙ্করকুমার রায়, রায়গঞ্জ: লিকলিকে পা দু’টো অসার৷ পোলিওয় আক্রান্ত৷ অনেক চিকিৎসা করেও স্বাভাবিক জীবন ফিরে পায়নি সে৷ জোটেনি একটি হুইল চেয়ারও৷ কিন্তু পড়াশুনা তো আর বন্ধ করা যায় না। তাই বাধ্য হয়ে হামাগুড়ি দিয়েই স্কুলে যায় রায়গঞ্জের মছলন্দপুরের বছর আটের গোরবরু বর্মন৷ বাড়ি থেকে প্রায় দু’কিলোমিটার পাকা রাস্তায় হামাগুড়ি দিয়েই স্কুলে যায় মছলন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র গোরবরু৷

Advertisement

[সিরিয়ার বিরুদ্ধে ৫৯টি টোমাহক মিসাইল ছুড়ল আমেরিকা]

বাবা ঘটু বমর্ন পেশায় দিনমজুর৷ মা সলিতাদেবী বাড়িতে বাড়িতে পরিচারিকার কাজ করেন৷ তিন পুত্রসন্তানের মধ্যে সবচেয়ে বড় গোরবরু৷ কিন্তু ছোট থেকেই পোলিও আক্রান্ত সে৷ চিকিৎসার জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল থেকে শুরু করে উত্তরবঙ্গ মেডিক্যাল-সহ বিভিন্ন জায়গায় ঘুরেছেন মা-বাবা৷ কিন্তু ছেলে ভাল হয়নি৷ চিকিৎসকরাও জানিয়ে দিয়েছেন, পোলিও রোগে একবার আক্রান্ত হলে আর ভাল হয় না৷ ফলে অল্প বয়সেই নেমে এসেছে প্রতিবন্ধকতা৷ নীল-আকাশি কংক্রিটের উঁচুনিচু রাস্তায় দু’হাত রেখে তাকে হামাগুড়ি দিয়ে স্কুলে পৌঁছতে হয়৷ অদম্য মনের জোরে হামাগুড়ি দিয়েই পাকা সিঁড়িও উঠতে হয়৷ বিকেলে ফেরার সময়ও একই বন্দোবস্ত৷ কখনও কখনও মা সময় পেলে কোলে করে বাড়িতে নিয়ে যান৷ কিন্তু অধিকাংশ দিন একাই চলাচল করতে হয়৷

[জানেন, কীরকম দেখতে হতে পারে নতুন ২০০ টাকার নোট?]

সলিতাদেবী জানান, “রোজগারের জন্য সকাল সকাল রান্না সেরে বাড়ি বাড়ি কাজের জন্য ছুটতে হয়৷ ছোট ছেলে বিক্রম বড় ছেলেকে প্রায়ই ভাত খাইয়ে দেয়৷ সময় পেলে আমি খাওয়াই৷ কিন্তু স্কুলে যাওয়ার জন্য হুইলচেয়ার নেই৷” নিজেদের হুইল চেয়ার কেনার সামর্থ্য নেই৷ তাই অসহায় মায়ের আর্তি, কেউ একটা হুইলচেয়ার দিলে ছেলেটা কিছুটা কষ্টের হাত থেকে রক্ষা পাবে৷ একরত্তি ছেলের মনের জোর দেখে আপ্লুত স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর মাহাত৷ তিনি বলেন, “ছোটবেলা থেকেই কার্যত পঙ্গু গোরবরু৷ হাঁটতে পারে না৷ কিন্তু রোজ স্কুলে আসে৷ পড়াশোনা করার চেষ্টা করে৷” কিন্তু এতদিনেও একটি হুইলচেয়ার সরবরাহ করা সম্ভব হল না কেন? এব্যাপারে সর্বশিক্ষা মিশনের উত্তর দিনাজপুর জেলা প্রকল্প আধিকারিক প্রবীর পাত্র বলেন, “বিষয়টি জানা ছিল না৷ তবে আবেদন করলে অবশ্যই ব্যবস্থা করা হবে৷” আপাতত এই আশ্বাসের দিকেই তাকিয়ে গোরবরু ও তার মা-বাবা৷

[মোবাইলে মজে মা, খাবার চাওয়ায় গলা টিপে ছেলেকে খুন]

The post হুইল চেয়ার নেই, তাই হামাগুড়ি দিয়ে স্কুলে যায় এই ছাত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার