shono
Advertisement

বিক্রি করতে চাইলেও কেউ এয়ার ইন্ডিয়া কিনবে না, বিস্ফোরক বিমানমন্ত্রী

মুটিয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার ক্রু-দের রোগা হতে ৬ মাস সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ৷ The post বিক্রি করতে চাইলেও কেউ এয়ার ইন্ডিয়া কিনবে না, বিস্ফোরক বিমানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 12:49 AM Jun 10, 2016Updated: 07:20 PM Jun 09, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়ার পরিষেবা এতই হতাশাজনক, যে সরকার বিক্রি করতে চাইলেও ওই সংস্থা কেউ কিনবে না৷ ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এই ভাষাতেই ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অশোক গজপতি রাজু৷

Advertisement

ওই বিমান সংস্থার মাথার উপরে এই মুহূর্তে ৫০ হাজার কোটি টাকারও বেশি দেনা রয়েছে৷ বিমানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষের করের টাকায় আর বেশিদিন সংস্থার লোকসানের বোঝা বইবে না কেন্দ্র৷ কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঘুরে দাঁড়াতে পরিষেবার মান আরও উন্নত করার উপরে জোর দিতে হবে সংস্থাকে৷

অন্যদিকে, মুটিয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার ক্রু-দের রোগা হতে ৬ মাস সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ৷ সংস্থা সূত্রে খবর, ২৮০০ জন বিমানকর্মীর মধ্যে ১৫০ জন কর্মীই মোটা হয়ে গিয়েছেন৷ তাঁরা আগামী তিন মাস উড়ানে যেতে পারবেন৷ তিন মাস পর তাঁদের ওজন মেপে দেখা হবে৷ ৬ মাস পরও স্বাভাবিক আকৃতিতে ফিরতে না পারলে তাঁদের ওড়ার অনুমতি দেওয়া হবে না৷

The post বিক্রি করতে চাইলেও কেউ এয়ার ইন্ডিয়া কিনবে না, বিস্ফোরক বিমানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement