সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন সব সময়ই রহস্যে মোড়া। এবার তাঁর ‘চোখ’ পড়েছে মহাকাশে! সূত্রের খবর, আমেরিকার উপর নজরদারি চালাতে উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করছে উত্তর কোরিয়া।
মঙ্গলবার, জাপানের সংবাদ সংস্থা কিওডো জানিয়েছে, আগামী ২৪ থেকে ৩১ আগস্টের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া। আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার গতিবিধির উপর নজরদারি চালাতেই কিমের এই পরিকল্পনা। এর আগেও গত মে মাসে কিমের দেশ মহাকাশে উপগ্রহ পাঠানোর চেষ্টা করেছিল। কিন্তু সে চেষ্টা বিফলে গিয়েছিল।
[আরও পড়ুন: ফের মিসাইল ছুঁড়ল কিমের সেনা, কোরিয়ার আকাশে যুদ্ধের মেঘ!]
উল্লেখ্য, গতকালই জাপান সাগরে মিসাইল ছুঁড়েছিল উত্তর কোরিয়া। রণক্ষেত্রে প্রতিপক্ষকে মাত দিতে শুধু অস্ত্রশস্ত্র নয়, কৌশলগত দিক থেকেও পুরোপুরি তৈরি থাকতে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষানিরিক্ষা শুরু করেছেন এক নায়ক কিম। আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া জোটের সঙ্গে চিন ও উত্তর কোরিয়ার সংঘাত বহু দিনের। বিগতে কয়েকদিনে যা আরও তীব্র হয়েছে। ফলে দু’পক্ষের বিবাদে কার্যত বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে আছে কোরীয় উপদ্বীপ। যে কোনও সময় বাজতে পারে যুদ্ধের ডঙ্কা।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই জানা গিয়েছিল খুব শীঘ্রই আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে সামরিক মহড়া শুরু করবে। যার জেরে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকাই এখন একনায়ক কিমের লক্ষ্য। উত্তর কোরিয়ার বিভিন্ন অস্ত্র কারখানায় যুদ্ধকালীন তৎপরতায় দ্রুত মিসাইল, যুদ্ধের সরঞ্জাম তৈরির নির্দেশ দিয়েছেন কিম। সমস্ত পরিস্থিতির উপর নিজেই তীক্ষ্ণ নজর রাখছেন তিনি। এই আবহে প্রতিপক্ষকে মাত দিতে এবার মহাকাশের পথে পা বাড়ালেন একনায়ক কিম।