shono
Advertisement

‘র‍্যানসমওয়্যার’ হামলার নেপথ্যে কিমের কোরিয়া, সন্দেহ বিশেষজ্ঞদের

থামছে না ‘র‍্যানসমওয়্যার’ হামলা৷ The post ‘র‍্যানসমওয়্যার’ হামলার নেপথ্যে কিমের কোরিয়া, সন্দেহ বিশেষজ্ঞদের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:22 AM May 16, 2017Updated: 05:52 AM May 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকে বিশ্বজুড়ে শুরু হওয়া সাইবার হামলায় এপর্যন্ত ১৫০টি দেশের ৩ লক্ষেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়েছে৷ পশ্চিম বঙ্গ-সহ ভারতেও প্রভাব পড়েছে ‘র‍্যানসমওয়্যার’ হামলার৷ ইতিমধ্যে এই হামলা রুখতে দিনরাত কাজ করছে সব দেশের নিরাপত্তা সংস্থাগুলি৷ এমনই পরিস্থিতিতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য৷ সোমবার, সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই হামলার পেছনে হাত থাকতে পারে উত্তর কোরিয়ার হ্যাকারদের৷

Advertisement

[OMG! ট্যাটু বানাতে গিয়ে একি হাল হল তরুণীর!]

ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের গবেষক নিল মেহতা এমন একটি কোড পোস্ট করেছেন যা থেকে ‘ওয়ানা ক্রাই’ মালওয়্যার ও পিয়ংইয়ংয়ের ব্যবহৃত হ্যাকিং পদ্ধতির মিল খুঁজে পাওয়া যাচ্ছে৷ তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ রাশিয়ার কম্পিউটার সিকিউরিটি সংস্থা ‘ক্যাসপার্স্কি’ জানিয়েছে গুগল গবেষকের কোড থেকে ওই হামলার সুত্র খুঁজে বের করা যেতে পারে৷ তবে আরও গবেষণার প্রয়োজন রয়েছে৷ ইজরায়েলের নিরাপত্তা সংস্থা ‘ইন্টেজার ল্যাবস’ও দাবি করেছে যে হামলার পিছনে হাত রয়েছে উত্তর কোরিয়ার৷

বিশ্বজুড়ে ‘র‍্যানসমওয়্যার’ হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ তবে রুশ প্রেসিডেন্টের অভিযোগ উড়িয়ে দিয়ে আমেরিকার ‘সাইবার অ্যান্ড হোম ল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার’ টম বসসের্ট জানিয়েছেন হামলার জন্য আমেরিকা দায়ী নয়৷ উল্লেখ্য, আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) কিছু ‘সাইবার অস্ত্র’ কয়েকদিন আগে চুরি হয়েছিল৷ তা দিয়েই এই হামলা চালানো হয়৷ অকেজো হয়ে যায় অজস্র কম্পিউটার৷ ভারতেও এর প্রভাব পড়ে৷ অন্ধ্রপ্রদেশ পুলিশের ওয়েবসাইটও ‘হ্যাকড’ হয়৷ ভারত এবং এশিয়ার দেশগুলির জন্য এই ম্যালওয়্যার বড় রকমের বিপদ ডেকে এনেছে৷ কারণ ভারতের মতো দেশে অধিকাংশ সংস্থায় পুরনো ধরনের উইন্ডোজ সিস্টেমে কাজ হয়৷ ফলে সেই ধরনের সিস্টেম হ্যাক করা হামলাকারীদের পক্ষে সহজ হয়েছে৷

[তিন বছর পেরিয়েও মোদিতেই ভরসা ৬০% ভারতীয়র]

প্রসঙ্গত,  রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার বেলদা, দাঁতন, নারায়ণগড় ও কোশিয়াড়ির অফিসে হামলা চালিয়ে সব কম্পিউটার বিকল করে দিয়েছে ওই ভাইরাস৷ সোমবার সকালে কর্মীরা অফিসে এসে কাজ শুরু করতে গিয়ে দেখতে পান যে সমস্ত কম্পিউটার বিকল হয়ে গিয়েছে৷ মনিটরে ফুটে উঠেছে একটি বার্তা৷ সেখানে  লেখা রয়েছে যে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই কম্পিউটারটি আবার সচল হবে৷ এই ঘটনায় চরম উদ্বেগে ওই সংস্থার আধিকারিকরা৷ তবে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, ভারতে এই সাইবার হানার এখনও তেমন কোনও প্রভাব পড়েনি৷ এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই৷

[দুষ্কৃতীদের গুলিতে নিহত ‘কুখ্যাত ডন’ পাপ্পু যাদব]

The post ‘র‍্যানসমওয়্যার’ হামলার নেপথ্যে কিমের কোরিয়া, সন্দেহ বিশেষজ্ঞদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement