shono
Advertisement

উষ্ণায়নে বিলীন হয়ে যাবে সুমেরু!

গত এক লক্ষ বছরের মধ্যে এই প্রথমবার উত্তর মেরুর সমুদ্র আবার বরফহীন হবে৷ চলতি বছর কিংবা আগামী বছরের মধ্যেই বরফের চিহ্ন থাকবে না সুমেরু প্রদেশে৷ The post উষ্ণায়নে বিলীন হয়ে যাবে সুমেরু! appeared first on Sangbad Pratidin.
Posted: 01:45 AM Jun 07, 2016Updated: 08:27 PM Jun 06, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাপ্রলয় আসন্ন্৷ আশঙ্কা এমনও যে, চলতি বছরেই সুমেরু সাগরে  বরফের আর কোনও চিহ থাকবে না৷ গত এক লক্ষ বছরের মধ্যে এই প্রথমবার উত্তর মেরুর সমুদ্র আবার বরফহীন হবে৷ চলতি বছর কিংবা আগামী বছরের মধ্যেই বরফের চিহ্ন থাকবে না সুমেরু প্রদেশে৷ নেচার পত্রিকার গবেষণাপত্রে এমন আশঙ্কার কথাই জানিয়েছেন বিজ্ঞানীরা৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্নে্া অ্যান্ড আইস ডেটা সেণ্টার জানিয়েছে, ১ জুনে সুমেরু সাগরে বরফের পরিমাণ ছিল মাত্র ১.১১ কোটি বর্গকিলোমিটার৷ গত ৩০ বছরে এর পরিমাণ ছিল ১.২৭ কোটি বর্গকিলোমিটার৷ তফাতটা ১৫ লক্ষ বর্গকিলোমিটারের অর্থাৎ ব্রিটেনের আকারের ছয়টি দেশ সমান বরফ কমে গিয়েছে৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেরুসাগর সংক্রান্ত পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক পিটার ওয়াডহ্যামস বলেন, ‘‘সুমেরুর বরফ খুব সম্ভবত আর থাকবে না৷ আগামী সেপ্টেম্বরের মধ্যে এক লক্ষ বর্গকিলোমিটারের চেয়েও কম বরফ থাকবে৷ যদি এবার সম্পূর্ণ গলে না যায়, পরের বছর গলে যাবে৷ অর্থাৎ সুমেরুর মধ্যভাগ ও উত্তর মেরু বরফহীন হয়ে পড়বে৷ কানাডার উত্তর উপকূল-সহ বাকি দ্বীপপুঞ্জগুলির মধ্যে মিশে যাবে সুমেরু৷”

Advertisement

বিজ্ঞানীরা বলছেন, অতীতে এক লক্ষ কুড়ি হাজার বছর আগে সুমেরু বরফহীন হয়েছিল৷ মেরুপ্রদেশে সবার আগে উষ্ণায়ন থাবা বসিয়েছে৷ ‘বম্ব সাইক্লোন’-এর সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে৷ ব্রিটেনের বন্যার কারণও এই উষ্ণায়ন৷ আমেরিকার টর্নেডোর কারণও ভিন্ন্ নয়৷ রাশিয়ার উত্তর উপকূলে জল ঠান্ডা থাকার মূল কারণ জলের নিচে এই বরফগুলি ভেসে বেড়ায়৷ সমু্দ্রে জলের তাপমাত্রা বাড়বে এই বছর৷ গ্রিন-হাউস গ্যাস মিথেনের মাত্রা বেড়েই চলেছে৷ সমু্দ্রপৃষ্ঠে জমাট বেঁধে রয়েছে এই মিথেন৷ তাপমাত্রা বৃদ্ধির ফলে সেই মিথেনের বুদ্বুদ উঠছে সমুদ্রপৃষ্ঠ থেকে৷ আগামী পাঁচ বছরে বিশ্বের গড় তাপমাত্রা বাড়বে প্রায় ০.৬ ডিগ্রি সেলসিয়াস৷ অধ্যাপক ওয়াডহ্যামসের নেচারের গবেষণাপত্রে বলা হয়েছে, সমুদ্রে কম বরফের অর্থ, পৃথিবীপৃষ্ঠ আরও অন্ধকার হবে৷ আরও বেশি সূর্যরশ্মি শোষণ করবে৷ সমুদ্র যদি বেঁকে বসে, তাহলে সর্বনাশ ডেকে আনবে, বলছেন ওয়াডহ্যামস৷
বিজ্ঞানীদের মত, সমুদ্রে আর বরফ নেই মানে বাড়বে জলস্তরও৷ পরিবেশ বিজ্ঞানী পিটার গ্লেইক বলেন, সেপ্টেম্বরে সুমেরুর বরফের পরিমাণ এমনিতেই সবচেয়ে কম থাকে৷ শীত পড়লে তা আবার জমাট বাঁধতে শুরু করে৷ ওয়াডহ্যামসের গবেষণা প্রসঙ্গে তিনি বলেন, “এই ধরনের মন্তব্য বেঠিক হলে পরিবেশের সমূহ ক্ষতি৷ প্রত্যেক বিজ্ঞানীকেই সমালোচনার মুখে পড়তে হবে যদি ভাবনায় কোনও ভুল থাকে৷” তিনি এও বলেন, যে হারে তাপমাত্রা বাড়ছে তা সত্যিই চিন্তার৷ সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে এবার৷

তাঁর মত, “বরফ না থাকা কিংবা বরফের পরিমাণ একেবারে কমে আসা, যেটিই হোক, সারা বিশ্বের পরিবেশে এর প্রভাব পড়বে৷ আমরা চলন্ত ট্রেনে বসে রয়েছি৷ বিজ্ঞানীরা বাঁশি বাজিয়ে দিয়েছেন অথচ, রাজনীতিবিদরা এখনও কয়লা ঢালছেন রেলের ইঞ্জিন চালাতে!”

The post উষ্ণায়নে বিলীন হয়ে যাবে সুমেরু! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement