সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার আহমেদাবাদে পাকিস্তান দলকে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলেছে ভারত। প্রথমে ১৯১ রানে পাকিস্তানকে অল আউট করা, তারপর ১১৭ বল বাকি থাকতে সেই লক্ষ্যে পৌঁছে যাওয়া। ভারতের এই বিরাট জয়ের পর উল্লাসে মেতে গোটা দেশ। অথচ রাহুল গান্ধীর কোনও মন্তব্য বা সোশাল মিডিয়া পোস্ট নেই কেন? সেটা নিয়েই প্রশ্ন তুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।
ভারতের জয়ের একদিন পর হিমন্ত টুইট করে বললেন, “গতকাল বিশ্বকাপের ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়েছে। গোটা দেশ তাতে আনন্দ উৎসব করছে। এই জয় উদযাপন করছে। অথচ ‘মহব্বত কি দুকান’ থেকে একটি শব্দও পেলাম না। এখন নীরব কেন?” পোস্টে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নাম না নিলেও তাঁর ব্যবহৃত মহব্বত কি দুকান শব্দবন্ধ থেকেই স্পষ্ট তিনি কংগ্রেস নেতাকেই নিশানা করেছেন।
[আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত, রোহিতের মুখে সেমিফাইনাল-ফাইনাল]
বস্তুত, শনিবার ভারতের পাক বিজয়ের পরই কংগ্রেসের সরকারি X হ্যান্ডেল থেকে দলকে শুভেচ্ছা জানানো হয়। কংগ্রেসের অন্য নেতারাও ভারতীয় দলকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। তবে রাহুলের সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিকে কোনওরকম পোস্ট হয়নি। সম্ভবত সেটাকেই নিশানা করলেন হিমন্ত। আসলে ইদানিং রাহুলকে কোণঠাসা করার কোনও সুযোগ ছাড়ছেন না অসমের মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: বিরাটের রেকর্ড ভেঙেও বোলারদের প্রশংসায় মজে নির্লিপ্ত রোহিত]
রাহুল গান্ধী শুভেচ্ছা না জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কিন্তু ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সোশাল মিডিয়ায় বলেন, আহমেদাবাদে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্স। গোটা দেশের অনবদ্য পারফরম্যান্সে ভর করে এই জয় এসেছে। ভারতীয় দলকে শুভেচ্ছা। আগামী দিনের ম্যাচগুলির জন্য শুভেচ্ছা।