সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ থেকে বছরে দু’বার করে হবে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট এন্ট্রান্স৷ শনিবার একথা ঘোষণা করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ তিনি আরও জানান, এই দু’টি পরীক্ষার দায়িত্বে থাকবে নতুন গঠিত পরীক্ষক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
[জরুরি অবস্থার ইতিবৃত্ত এবার সিলেবাসেও, ইঙ্গিত প্রকাশ জাভড়েকরের]
বর্তমানে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ২০১৯ থেকে বছরে দু’বার করে হবে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট এন্ট্রান্স৷ একজন পরীক্ষার্থী বছরে সবকটি পরীক্ষাতেই বসতে পারবেন। কাউন্সেলিংয়ের সময় নির্দিষ্ট পরীক্ষা দু’টির মধ্যে সর্বোচ্চ নম্বরটি গ্রহণ করা হবে। পরীক্ষা নিয়ামক সংস্থার বদল হলেও পাঠ্যসূচি ও অন্যান্য প্রক্রিয়ার কোনও বদল হবে না বলে জানান জাভড়েকর।
জাভড়েকর আরও বলেন, প্রতি বছর ফেব্রুয়ারি ও মে মাসে হবে পরীক্ষা৷ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পাবেন৷ যেকোনও কম্পিউটার সেন্টার থেকে অনলাইনে পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা৷ পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন, ভাষা ও ফি-র বদল হবে না৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার দিনক্ষণ স্থির করে কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের ওয়েবসাইটে আপলোড করবে৷ একদিনে নয়, ভাগে ভাগে চার-পাঁচ দিনে হবে পরীক্ষা৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সিই ঠিক করবে ওই দিনক্ষণ৷ নিজেদের সুবিধা মতো পরীক্ষার দিন বাছাইয়ের সুযোগ পাবে ছাত্রছাত্রীরা৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার দায়িত্ব নিলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা অনেকটা কমবে বলেই আশা কেন্দ্রীয় মন্ত্রীর৷ তিনি বলেন, এই পরীক্ষায় যথেষ্ট উপকৃত হবেন পড়ুয়ারা৷
The post আগামী বছর থেকে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্টে দু’বার বসার সুযোগ পড়ুয়াদের appeared first on Sangbad Pratidin.