সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল’১৩ শেষ। এবার পরবর্তী পর্বের প্রস্তুতি। করোনা আবহে (Corona Pandemic) সদ্যসমাপ্ত আইপিএলে আশা জাগিয়েও শেষপর্যন্ত প্লে–অফে যেতে ব্যর্থ হয়েছে KKR। প্রথম সাতটি ম্যাচে দীনেশ কার্তিক এবং পরের সাতটি ম্যাচে ইওন মর্গ্যানের অধিনায়কত্বেও ভাল পারফরম্যান্স পাওয়া যায়নি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছ থেকে। এই পরিস্থিতিতে মর্গ্যান বা কার্তিক নন, আগামী আইপিএলের জন্য শুভমন গিলকে অধিনায়ক হিসেবে বেছে নিক কেকেআর। এমনটাই মত প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়ার (Aakash Chopra)। পাশাপাশি মেগা নিলাম অনুষ্ঠিত হলে, কাদের কাদের ধরে রাখা উচিত কিং খানের দলের, সেই কথাও জানালেন।
পরপর দু’মরশুম প্লে–অফে যেতে ব্যর্থ হয়েছে দু’বারের চ্যাম্পিয়ন দল। এক সাক্ষাৎকারে কেকেআরের এই ব্যর্থতা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে চোপড়া বলেন, মেগা নিলাম অনুষ্ঠিত হলে কেকেআরের উচিত শুভমন গিল, বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেলকে রিটেন করা। আর অবশ্যই গিলকে দলের অধিনায়ক বানিয়ে দেওয়া। তাঁর কথায়, ‘‘গিল, চক্রবর্তী, রাসেলকে রিটেন করে শুভমনকে অধিনায়ক করে দেওয়া উচিত। ঠিক যেমন দিল্লি (Delhi Capitals) করেছে। শ্রেয়সকে অধিনায়ক বেছে, তাঁর সঙ্গে দুর্দান্ত একটি কোচিং টিমকে যুক্ত করেছে। এতে শ্রেয়স ভবিষ্যতের জন্য তৈরি হয়েছে। কেকেআরের যদি মনে হয় গিলের মধ্যে অধিনায়ক হওয়ার মতো যোগ্যতা রয়েছে, তাহলে ওকে অবশ্যই ধরে রাখা উচিত। নাহলে পরে ও অন্য কোনও দলে চলে যাবে এবং রোহিত, মুম্বইয়ের হয়ে যে খেলাটি খেলছে, সেরকমই খেলবে।’’
[আরও পড়ুন: কাশ্মীর টু কন্যাকুমারী, মাত্র ৮ দিনে ৩,৬০০ কিমি পথ সাইকেল চালিয়ে রেকর্ড তরুণের]
এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘‘ইওন মর্গ্যানকে অধিনায়ক রেখে দেওয়াটা খুব ভাল সিদ্ধান্ত হবে না। রিলিজ করে দেওয়া উচিত। প্রয়োজনে RTM কার্ড ব্যবহার করে ফের দলে নেওয়া যাবে। বরং গিলকে অধিনায়ক করে, তাঁর সঙ্গে ভাল কোচিং স্টাফ জুড়ে দেওয়া উচিত।’’ এখন দেখার, চোপড়ার এই পরামর্শ কেকেআর শিবির গ্রহণ করে কি না।