shono
Advertisement

রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে থাকছেন না, জানিয়ে দিলেন আদবানী

তাহলে প্রণব মুখোপাধ্যায়ের পর কে পাবেন রইসিনা হিলসের মালিকানা? The post রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে থাকছেন না, জানিয়ে দিলেন আদবানী appeared first on Sangbad Pratidin.
Posted: 07:22 AM Apr 10, 2017Updated: 03:56 PM Dec 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বার আর থাকতে চান না প্রণব মুখোপাধ্যায়৷ এই কথা জানাজানি হতেই শোনা যাচ্ছিল গুঞ্জন৷ তবে কি এবার রইসিনা হিলসের মালিকানা পেতে চলেছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী? শোনা গিয়েছিল, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম পছন্দ তিনি৷ রাষ্ট্রপতি পদের মাধ্যমেই আদবানীকে ‘গুরুদক্ষিণা’ দিতে চান মোদি৷ গুজরাটের সোমনাথে দলীয় বৈঠকেও নাকি এই প্রস্তাব দেওয়া হয়েছিল৷ যাতে শামিল হয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারাও৷ ছিলেন আদবানীও৷

Advertisement

[দিল্লিতে মোদি-মমতা বৈঠক, আলোচনা রাজ্যের বকেয়া প্রকল্প নিয়ে]

কিন্তু সম্প্রতি যাবতীয় জল্পনা-কল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং বিজেপির লৌহপুরুষ৷ সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ৮৯ বছরেরে বিজেপি নেতা জানিয়ে দেন, রইসিনা হিলসের দৌড়ে তিনি সামিল হবেন না৷ অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে তিনি অংশ নেবেন না৷ আদবানির এই অসম্মতি শুরু করল নতুন জল্পনা৷ প্রশ্ন উঠছে, তাহলে এবার রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেবে শাসক দল?

[‘সিরিয়ায় আর একটাও বোমা ফেললে উড়িয়ে দেওয়া হবে আমেরিকাকে’]

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আদবানীর অসম্মতির পর দু’টি পন্থা অবলম্বন করতে পারে বিজেপি৷ হয় রাষ্ট্রপতি পদে কোনও দলিত প্রার্থীকে মনোনয়ন দিতে পারে, নয়তো কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীকে মনোনয়ন দিয়ে দলের সাম্প্রদায়িক তকমা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারে৷ এই তালিকায় নাম থাকতে পারে বিজেপির তিন দলিত মুখ রামনাথ কোভিন্দ, থাওয়ার চাঁদ গেহলট এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদি মুর্মু৷ এছাড়াও উঠে আসছে বর্তমান কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন এবং বর্ষীয়ান বিজেপি নেতা মুরলী মনোহর যোশীর নামও৷ পাঁচবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়া প্রকাশ সিং বাদলেরও ভাগ্যের শিকে ছিঁড়তে পারে৷

[টিভি শোয়ে রাখিকে কটাক্ষ স্বামী ওমের, পাল্টা দিলেন ‘ড্রামা কুইন’ও]

এত হেভিওয়েট নামের মধ্যে কে রইসিনা হিলসের মালিকানা পাবেন? তার উত্তর মিলবে জুলাই মাসের শেষে নয়া রাষ্ট্রপতি নির্বাচনের পরই৷

The post রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে থাকছেন না, জানিয়ে দিলেন আদবানী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement