নব্যেন্দু হাজরা: দেশের পাশাপাশি ঊর্ধ্বমুখী বাংলার কোভিড গ্রাফ। ভাইরাস রুখতে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে পথে ঘাটে অনেককেই দেখা যাচ্ছে, যাঁরা মাস্ক ব্যবহার করছেন না। এবিষয়ে আগেই যাত্রীদের সতর্ক করেছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বলা হয়েছিল, মাস্কহীন যাত্রী দেখলেই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে মেট্রোর আধিকারিকরা। কিন্তু তারপরও অনেকেই আধিকারিকদের নজর এড়িয়ে মাস্ক ছাড়াই মেট্রোয় যাত্রা করেছেন। সেই কারণে আরও কড়া কর্তৃপক্ষ। এবার মাস্ক ছাড়া পাতালপথে যাত্রা করলে সর্বোচ্চ ২০০ টাকা জরিমানা দিতে হতে পারে যাত্রীদের।
প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়লেও, তাতে কোনও হেলদোল নেই সাধারণ মানুষের। অধিকাংশের মুখেই মাস্ক নেই। কারও কারও যদি থাকেও, সেটাও থুতনিতে। আর এই করোনা নিয়ে মানুষের বেপরোয়া মনোভাবই ভাবিয়ে তুলছে চিকিৎসকদের। বাস-ক্যাব তো ছিলই, মেট্রোতেও অধিকাংশ যাত্রী এখন আর মাস্ক ব্যবহার করছেন না। মাস্ক ছাড়াই পাতালপথে যাত্রা করছেন। আর সেখানেই চিন্তা। কারণ মেট্রোর এসি রেক থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা প্রবল।
[আরও পড়ুন: আকাশ বিজয়বর্গীয়র করা মানহানির মামলায় অভিষেককে হাজিরার নির্দেশ ভোপালের আদালতের]
চিকিৎসকদের কথায়, মাস্ক ছাড়া কোনও উপসর্গহীন করোনা রোগী যদি এসি রেকে উঠে পড়েন, সেক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে পড়তেই পারে। যেহেতু কোভিড ১৯ ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তাই বিষয়টি নিয়ে চিন্তায় মেট্রো কর্তৃপক্ষ।দিনকয়েক আগে সেকারণেই প্রত্যেক স্টেশনে প্রচার শুরু করেছিল মেট্রো। ঘোষণা করা হচ্ছিল, “মাস্ক ছাড়া কোনওভাবেই মেট্রো স্টেশনে বা মেট্রোয় প্রবেশ করবেন না। কেউ মাস্ক মুখের নিচে নামাবেন না। কারণ করোনা দিন দিন বাড়ছে। মাস্ক ছাড়া কেউ মেট্রোয় উঠলে তাঁর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।” কিন্তু তাতেও পরিস্থিতি খুব একটা বদলায়নি। সেই কারণেই এবার আরও কড়া মেট্রো রেল।