সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল নিয়ে দেশে যে সমস্যা তৈরি হয়েছে তা আগামী ১০-১৫ দিনের মধ্যে মিটে যাবে। শুক্রবার দেশের শীর্ষ আদালতকে এমনটাই জানাল কেন্দ্র। এমনকি এই ঘটনায় দেশের কোনও প্রান্তে একটিও অশান্তির খবর মেলেনি বলে কেন্দ্রের তরফে জানানো হয়। কেন্দ্রের দাবি, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই বিরোধী দলগুলি এই নোট বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই মামলা করেছে।
কেন্দ্রের সিদ্ধান্তে ফলে দেশের নগদ টাকার অভাব রয়েছে, তাতে কেন্দ্র কেন আগে থেকে ব্যবস্থা নেয়নি বলে প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। উত্তরে কেন্দ্র জানায়, গোপনীয়তা বজায় রাখার স্বার্থেই আগে থেকে নতুন নোট ছাপিয়ে রাখা সম্ভব হয়নি। এদিন এক আবেদনকারীর প্রশ্ন ছিল, কেন্দ্র সপ্তাহে ২৪ হাজার টাকা তোলার অনুমতি দেওয়া সত্ত্বেও কেন ব্যাঙ্কগুলি তার যোগান দিতে পারছে না? কেন্দ্র টাকা তোলার ক্ষেত্রে কেন উর্ধ্বসীমা বেঁধে দিয়েছে? পাশাপাশি টাকা দেওয়ার ক্ষেত্রে দেশের সমবায় ব্যাঙ্কগুলির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
The post টাকার সমস্যা মিটবে ১০-১৫ দিনের মধ্যেই, সুপ্রিম কোর্টকে কেন্দ্র appeared first on Sangbad Pratidin.