সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চৌকিদারের সঙ্গে কর্মহীনের লড়াই। নির্বাচনের ময়দানে একদল যখন টুইটার হ্যান্ডেলে জুড়েছে ‘চৌকিদার’ শব্দটি অন্যদল তখন বেছে নিল ‘কর্মহীন’। তবে, এখনও পর্যন্ত সকলের নামের আগে কর্মহীন শব্দটি জোড়েনি, কিন্তু সূচনা হয়ে গিয়েছে। রবিবার থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পথে হেঁটে বিজেপির সমস্ত নেতাই টুইটার হ্যান্ডেলে নিজের নামের আগে ‘চৌকিদার’ জুড়ে নিয়েছেন। শনিবার মোদি নিজের টুইটারে চৌকিদার জুড়ে নেন। এমনকী যে নামে অফিশিয়াল টুইট করেন মোদি সেটিতেও। সুষমা স্বরাজ, পীযুষ গোয়েল, জে পি নাড্ডা, অমিত শাহও তাঁদের টুইটারে চৌকিদার যোগ করেছেন। সোমবার তার পালটা দিলেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া পাতিদার নেতা হার্দিক প্যাটেল। এদিন থেকে তাঁর টুইটার হ্যান্ডেল ‘বেরোজগার হার্দিক প্যাটেল’ নামে পরিবর্তিত হয়েছে। গত পাঁচ বছরে মোদি জমানায় সারা দেশে কর্মসংস্থান বাড়েনি এমনটাই জানিয়েছে একাধিক দেশি-বিদেশি সমীক্ষা।
[জট কাটিয়ে রাতদুপুরেই শপথ গোয়ার নতুন মুখ্যমন্ত্রীর, ক্ষোভে ফুঁসছে কংগ্রেস]
এই বিষয়টিকে কটাক্ষ করেই হার্দিকের এই পদক্ষেপ সন্দেহ নেই। তবে কংগ্রেসের অন্য নেতারা এখনও ‘বেরোজগার’ শব্দটি তাঁদের টুইটারে যোগ করেননি বটে তবে ‘সোশ্যাল ময়দানের’ রাজনৈতিক লড়াইয়ে আরও অনেকের নামের সঙ্গেই শব্দটি জুড়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসলে রাফালে ইস্যুতে বেশ কিছুদিন ধরেই ‘চৌকিদার চোর হ্যায়’ বলে কটাক্ষ করে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তারপরই পালটা ‘ম্যায় ভি চৌকিদার’ নামের প্রচারাভিযান শুরু করেছে বিজেপি। সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ, রাফালে যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতিতে জড়িয়ে গিয়ে গোটা দেশকেই চৌকিদার বানাতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার কর্ণাটকে কালবুর্গিতে এক জনসভায় এভাবেই মোদিকে কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি।
[আমার ছেলে কোথায়? ‘চৌকিদার’ মোদিকে প্রশ্ন নিখোঁজ নাজিবের মায়ের]
একদিন আগেই মোদি এক নির্বাচনী সভায় বলেন, “আমিও এক চৌকিদার।” মোদির ওই মন্তব্য টেনে এনে রাহুল বলেন, “চৌকিদারও চুরির ঘটনায় জড়িয়ে গিয়েছে। নিজে জড়িয়ে যাওয়ার পর চৌকিদার এখন বলছেন, গোটা হিন্দুস্তানই চৌকিদার। তবে ধরা পড়ার আগে তিনি কখনওই বলেননি যে গোটা হিন্দুস্তানই চৌকিদার।” মোদি নিজেকে চৌকিদার বলার পর বিজেপির ছোট-বড় বিভিন্ন নেতা টুইটার হ্যান্ডেলে নিজেদের নামের আগে চৌকিদার শব্দটি জুড়েছেন। এই তালিকায় বিজেপি সভাপতি অমিত শাহও রয়েছেন। টুইটারে মোদির নাম হয়েছে, ‘চৌকিদার নরেন্দ্র মোদি’।
The post চৌকিদারের পালটা, নামের আগে ‘বেরোজগার’ শব্দটি জুড়লেন হার্দিক প্যাটেল appeared first on Sangbad Pratidin.