সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে চিনা মোবাইল সংস্থা ভিভো (VIVO) এবং এর সহযোগী একাধিক সংস্থার অন্তত ৪৪টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এর মধ্যেই সংস্থার দুই ডিরেক্টর ভারত ছেড়ে পালায়। এবার মোবাইল নির্মাতা সংস্থা ওপ্পোর (Oppo) বিরুদ্ধেও কর ফাঁকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠল। ওপ্পো ইন্ডিয়ার দপ্তরে হানা দিয়ে ৪ হাজার ৩৮৯ কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ তুলল ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই (DRI)।
আরেক চিনা সংস্থা শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের (Xiaomi Technology India Private Limited) বিরুদ্ধেও ব্যবস্থা নেয় ইডি। সংস্থাটি এদেশে এমআই (MI) ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রেতা। তাদেরই একটি ব্যাংক অ্যাকাউন্টের ৫ হাজার ৫৫১ কোটি ২৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কর ফাঁকি দিতে ভারতে সংস্থার লেনদেনের একটা বিরাট অংশের টাকা চিনে পাঠিয়ে দেওয়া হত বলে অভিযোগ উঠেছিল ওই সংস্থার বিরুদ্ধে। একই অভিযোগ ওঠে ভিভোর বিরুদ্ধেও। প্রায় ৬২ হাজার ৪৭৬ কোটি টাকা চিনে পাচার করা হয়েছে বলে ভিভোর বিরুদ্ধে অভিযোগ। এবার একই ধরনের অভিযোগ উঠল চিনের গুয়াংডং ওপ্পো মোবাইল টেলিকমিউনিকেসন্স কর্পোরেশনস লিমিটেডের অধীনস্ত সংস্থা ওপ্পো ইন্ডিয়ার বিরুদ্ধে।
[আরও পড়ুন: যা হচ্ছে আইন মেনেই হচ্ছে, উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় আপত্তি নেই সুপ্রিম কোর্টের]
ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের বিবৃতি অনুযায়ী, প্রায় ৪ হাজার ৩৮৯ কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়েছে ওপ্পো। এদিন সংস্থার দপ্তর ছাড়াও ওপ্পো ইন্ডিয়ার বেশ কিছু আধিকারিকের বাড়িতেও হানা দেয় ডিআরআই। পণ্য আমদানি সংক্রান্ত তথ্য গোপন করারও অভিযোগও উঠেছে সংস্থার বিরুদ্ধে।
[আরও পড়ুন: ভারতে প্রকট নারী-পুরুষের বিভেদ! লিঙ্গ সাম্যের তালিকায় ১৩৫ নম্বরে দেশ]
প্রসঙ্গত, তদন্তে নেমে ইডি ভিভো ইন্ডিয়ার যাবতীয় অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেয়। ওই অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করতে সংস্থাকে আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাংক গ্যারান্টি বাবদ ৯৫০ কোটি টাকা জমা দিতে হবে বলে জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। এদিকে ইডি দাবি করেছে, ভিভো ইন্ডিয়ার তরফে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে।