shono
Advertisement

Breaking News

এটিএমে ব্যালেন্স চেকেও এবার দিতে হবে বাড়তি চার্জ!

হিসেব করে না চললে স্রেফ এটিএমেই বেশ কিছু টাকা চলে যেতে পারে গ্রাহকদের৷
Posted: 02:44 PM Mar 03, 2017Updated: 10:08 AM Mar 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বারের বেশি টাকা তোলার ক্ষেত্রে বাড়তি চার্য আগেই ধার্য করা হয়েছিল৷ এবার তার সঙ্গে যোগ হল ‘নন ফিনান্সিয়াল ট্রানজাকশন’ও৷ অর্থাৎ ব্যালেন্স চেক বা মিনি স্টেটমেন্ট পেতে গেলেও এবার বাড়তি চার্জ দিতে হবে৷ তবে তা শুধু এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকদের জন্যই প্রযোজ্য৷

Advertisement

চারবারের বেশি এটিএম থেকে টাকা তুলেছেন? জেনে রাখুন এই নয়া নিয়ম

অ্যাক্সিস, এইচডিএফসি-র মতো ব্যাঙ্কগুলি চারবারের বেশি ট্রানজাকশনের ক্ষেত্রে বাড়তি চার্জের কথা ঘোষণা করেছে৷ সেক্ষেত্রে কেটে নেওয়া হবে ১৫০ টাকা৷ আবার আইসিসিআই ব্যাঙ্কের নিজস্ব এটিএমে টাকা তোলার ক্ষেত্রে চারবারের কোনও চার্জ দিতে হবে না৷ কিন্তু অন্য ব্যাঙ্কের এটিএমে টাকা তুললে মাত্র একবারই বিনামূল্যে ট্রানজাকশন সম্ভব৷

এরকম নানা নিয়মকানুনের মধ্যেই বাড়তি ঝামেলা এইচডিএফসি গ্রাহকদের জন্য৷ কেননা সেই ব্যাঙ্কের এটিএম চার্জের নিয়মকানুনে বলা হচ্ছে, নন ফিনানসিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রেও এবার টাকা দিতে হবে৷ পরে ব্যাখ্যা করে জানিয়ে দেওয়া হয়েছে, এই ট্রানজাকশনের মধ্যে আছে ব্যালেন্স চেক বা মিনি স্টেটমেন্ট সংগ্রহের বিষয়টিও৷ ফলে এবার এর জন্যও কোপ পড়বে গ্রাহকদের পকেটে৷ তবে এখানেই শেষ নয়৷ বিনামূল্যে যে চারটি ট্রানজাকশনের অনুমতি দিচ্ছে ব্যাঙ্ক, তার মধ্যে থাকছে এই নন ফিনানশিয়াল ট্রানজাকশনও৷

অর্থাৎ হিসেব করে না চললে স্রেফ এটিএমেই বেশ কিছু টাকা চলে যেতে পারে গ্রাহকদের৷ যদিও পরে এইচডিএফসি ব্যাঙ্কের তরফে জানানো হয়, এই চার্জ এটিএমের জন্য প্রযোজ্য নয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement