shono
Advertisement

ট্রাম্পকে পাল্টা, মার্কিন বাসিন্দাদের প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের

ইসলামিক বিশ্বের পক্ষে এই সিদ্ধান্ত চূড়ান্ত অপমানজনক, প্রতিক্রিয়া ইরানের বিদেশমন্ত্রকের। The post ট্রাম্পকে পাল্টা, মার্কিন বাসিন্দাদের প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:06 AM Jan 29, 2017Updated: 03:39 AM Jan 29, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের নয়া অভিবাসননীতির তীব্র প্রতিক্রিয়া জানাল ইরান৷ এই সিদ্ধান্তের প্রতিবাদের এবার ইরানের নিষিদ্ধ করা হল যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের প্রবেশাধিকার৷ শনিবার ইরানের বিদেশমন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়৷

Advertisement

শুক্রবার একটি আদেশ জারি করে আমেরিকায় শরণার্থী প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ একই সঙ্গে সাতটি মুসলিম রাষ্ট্র থেকে আশা উদ্বাস্তুদের উপর কড়া বিধিনিষেধ জারি করে হোয়াইট হাউস৷ এই আদেশের মাধ্যমে ৯০ দিনের জন্য সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের মার্কিন ভিসা ‘ব্লক’ করা হয়৷ বিতর্কিত আদেশটি জারি করার পর পেন্টাগন থেকে ট্রাম্প বলেন, ইসলামিক জঙ্গিদের আমেরিকা থেকে দূরে রাখতে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে৷

আমেরিকায় শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা, প্রতিবাদে সরব মালালা

এর পরই ট্রাম্পের সমালোচনায় সরব ইরানের বিদেশমন্ত্রক৷ মন্ত্রকের তরফে বলা হয়, এই সিদ্ধান্ত কিছু দিনের জন্য হলেও ইসলামিক বিশ্বের পক্ষে তা চূড়ান্ত অপমানজনক৷ সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাম্পের এই লোক দেখানোর নীতি চরমপন্থীদের ইতিহাসের জন্য একটি বড় উপহার হতে চলেছে৷ ট্রাম্প এই অনৈতিক নীতি প্রত্যাহার না করা পর্যন্ত ইরানে মার্কিন বাসিন্দাদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয়৷

ইতিমধ্যেই, ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। এই খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নোবেলজয়ী মালালা ইফসুফজাই, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও গুগল-সিইও সুন্দর পিচাই।

আমেরিকায় মুসলিম শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করলেন ট্রাম্প

The post ট্রাম্পকে পাল্টা, মার্কিন বাসিন্দাদের প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement