সুব্রত বিশ্বাস: সকাল ছ’টা থেকে রাত দশটা পর্যন্ত কলকাতায় বড় গাড়ির ‘নো এন্ট্রি’কে পুঁজি করে বড়সড় র্যাকেট তৈরি হয়েছে হাওড়া স্টেশন চত্বরে। হাওড়া নিউ কমপ্লেক্সের পাশে ১৪ নম্বর গুডস শেডটিকে অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছে রেল। সেখানে স্থানান্তরিত করা হবে ডিআরএম বিল্ডিং। ফলে এখন জায়গাটি ফাঁকা। এই জায়গায় আরপিএফ ইয়ার্ড পোস্টের সহযোগিতায় গড়ে উঠেছে বেআইনি পার্কিং। বড় গাড়ি এসে এখানেই মাল নামায়। তারপর ছোট-ছোট গাড়িতে কলকাতায় যায় সেই মাল। এজন্য গাড়ি পিছু চার হাজার টাকা লেনদেন হলেও রেলের ভাঁড়ারে যায় না ‘ফুটো কড়িটি’ও। দেশজোড়া রেলের এই বিস্তর চুরি রুখতে এবার আকাশ থেকে নজরদারি চালাবে রেল। স্যাটলাইটের মাধ্যমে নজরদারির জন্য ইসরোর সঙ্গে চুক্তি করেছে রেল। সব ডিভিশনে সম্পত্তি ও সংরক্ষিত সামগ্রী ও বেআইনি কাজ চলে এমন ক্ষেত্রের ডাটা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জোনকে।
[অ্যাপেলো কাণ্ডে দোষী সাব্যস্ত দুই চিকিৎসক, সাময়িকভাবে বাতিল লাইন্সেস]
এজন্য প্রতিটি ডিভিশনে খোলা হবে কন্ট্রোলরুম। যাবতীয় নথি থাকবে সেখানে। সেই তথ্যই পাঠানো হবে ইসরোতে। যে নির্ধারিত স্থানে নজরদারি চালাবে স্যাটেলাইট, সেই সব এলাকার সম্পত্তি ও স্থানের যাবতীয় নথি তৈরির পর জিআইএস পোর্টাল প্রস্তুত হবে। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ হবে। এজন্য সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে। রেলের সম্পত্তি রক্ষা থেকে সংরক্ষিত স্থানে বেআইনি কাজ কারবার রুখতে স্যাটলাইটের মাধ্যমে নজরদারি চালানোর বিষয়টি কার্যকর হচ্ছে। ম্যাপিং-এর হিসাব মেপে একেবারে নির্ধারিত স্থান আপলোড হবে স্যাটলাইটের নির্ধারিত জায়গায়। ফলে লক্ষ্যে হানা দিতে অব্যর্থ এই ব্যবস্থা বলে মনে করছেন রেলের পদাধিকারীরা।
হাওড়া ইয়ার্ডের আওতায় ১৪ নম্বর গুডস শেডের সংশ্লিষ্ট স্থানটির অবৈধ কাজ কারবারের অভিযোগ জানিয়ে সিপিডব্লুডি ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছিল। যদিও সে অভিযোগপত্র গ্রহণই করা হয়নি বলে সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা জানিয়েছেন। এদিকে বুধবার পূর্ব রেলের আরপিএফ ইন্সপেক্টরদের বদলির তালিকা তৈরি হয়। অধিকাংশ ইন্সপেক্টরের অভিযোগ, বদলি নীতিতে পক্ষপাতিত্ব দেখানো হয়েছে। তবে তা মানতে চাননি কর্তারা। তাঁদের কথায়, স্বচ্ছতার সঙ্গে এই তালিকা তৈরি হয়েছে।
[খাস কলকাতায় পরিচিতের হাতে যৌন হেনস্তার শিকার বালক]
The post বেআইনি কাজ রুখতে স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি, ইসরোর সঙ্গে চুক্তি রেলের appeared first on Sangbad Pratidin.