সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথকুকুরকে খাওয়ানো নিয়ে ডামাডোল চলছে গোটা দেশে। মামলা পৌঁছেছে আদালতেও। এবার পায়রাকে খাওয়ানোর উপর নিষেধাজ্ঞা জারি হল দেশের এক শহরে। মহারাষ্ট্রের (Maharashtra) ঠাণে নগর নিগম সাফ জানিয়েছে, পায়রাকে খাওয়ালেই (Pigeon Feeding) মোটা অঙ্কের জরিমানা দিতে হবে নাগরিকদের। কিন্তু কেমন নির্দেশিকা?
ঠাণে নগর নিগমের বক্তব্য, পায়রার কারণে শহরে বাড়ছে হাইপার সেন্সিটিভ নিউমোনিয়া এবং ফুসফুসের অন্য রোগ। কীভাবে ভিলেন পায়রা? প্রশাসন দাবি, পায়রার বিষ্ঠা এবং পাখনা থেকেই রোগ ছড়াচ্ছে। মুম্বই, ঠাণে এবং পুণের বাসিন্দাদের অনেকেই নাকি শ্বাসকষ্টে ভুগছেন। তাঁরা কঠিন ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছেন। এর জন্য দায়ী পায়রা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, পায়রার বিষ্ঠায় থাকে এক ধরনের ব্যাকটেরিয়া। বাতাসের মাধ্যমে পায়রার কাছাকাছি থাকা লোকজনের শরীরে তা প্রবেশ করে। এই কারণে পায়রার কাছাকাছি থাকা মানুষের আক্রান্ত হওয়ার আশংকাও বেড়ে যায়।
[আরও পড়ুন: হোলিতে রং দেওয়ার ‘শাস্তি’, রাস্তার মাঝেই যুবকের গায়ে আগুন ধরালেন বাইকআরোহী!]
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পায়রাকে খাওয়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ঠাণে নগর নিগম। সচেতনতা বাড়াতে শহরজুড়ে পোস্টার লাগানো হচ্ছে, মাইকে প্রচার চলছে। সেখানে বলা হয়েছে, শহরে বাড়তে থাকা রোগের আবহে পায়রাকে খাবার দিলেই ৫০০ টাকা জরিমানা করা হবে। স্বভাবতই যাঁরা পায়রাকে ভালবাসেন, যাঁরা এই পাখিটিকে নিত্য চাল, গম এবং অন্য দানাশস্য খাওয়াতেন এতদিন, তাঁদের বেজায় মন খারাপ হয়েছে।