shono
Advertisement

এনআরএস কাণ্ডে জামিন পাঁচ অভিযুক্তকে, ফের আন্দোলনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা৷ The post এনআরএস কাণ্ডে জামিন পাঁচ অভিযুক্তকে, ফের আন্দোলনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:17 PM Jul 01, 2019Updated: 07:17 PM Jul 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরএসের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে উত্তাল হয়েছিল শহর কলকাতা৷ রাজ্যে বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মবিরতি ডেকেছিলেন জুনিয়র চিকিৎসকরা৷ এমনকী গোটা দেশে ছড়িয়ে পড়েছিল আন্দোলন। শেষমেশ, এক সপ্তাহ পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় স্বাভাবিক হয় স্বাস্থ্য পরিষেবা৷ সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল পাঁচ অভিযুক্তকে৷ কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে সোমবার জামিন পেয়ে যায় পাঁচজনই৷ আর এতেই ফের ক্ষুব্ধ চিকিৎসক মহল৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ফের আন্দোলনের পথে হাঁটার হুমকি দিয়ে রাখলেন ইন্টার্ন চিকিৎসকরা।

Advertisement

[আরও পড়ুন: টেকনিশিয়ান স্টুডিও প্রাইভেট লিমিটেড সংশোধনী বিল আনছে রাজ্য সরকার] 

গত ১০ জুন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এনআরএস হাসপাতাল। আক্রান্ত হন পরিবহ-সহ একাধিক জুনিয়র ডাক্তার। তারই জেরে শুরু হয় কর্মবিরতি। রাজ্যজুড়ে ডাক্তাররা কাজ বন্ধ করে দেওয়ার জেরে একেবারে থমকে গিয়েছিল স্বাস্থ্য পরিষেবা৷ দীর্ঘ টানাপোড়েনের পর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বেরিয়ে এসেছিল সমাধানসূত্র৷ চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত সমস্যার কথা মেনে দ্রুত তা সমাধানের আশ্বাস দিয়েছিলেন মমতা৷ জুনিয়র ডাক্তারদের অভিযোগ, অভিযুক্তদের কড়া শাস্তির আশ্বাসই সার৷ বাস্তবে তেমন কিছুই হল না৷ এনআরএস কাণ্ডের ঘটনার পরের দিনই গ্রেপ্তার করা হয়েছিল পাঁচ অভিযুক্তকে৷ কিন্তু তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও প্রমাণ না থাকায় এদিন জামিন মঞ্জুর করে আলাদত৷ আর তারপরই ফের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জুনিয়র চিকিৎসকরা৷ তাঁদের দাবি, কোনও প্রতিশ্রুতিই রাখলেন না মুখ্যমন্ত্রী৷ সেই কারণেই ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তাঁরা৷

মঙ্গলবার স্বাস্থ্যভবনে চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত বৈঠকে বসবেন স্বাস্থ্য সচিব৷ সেখানেই গোটা ঘটনার লিখিতভাবে প্রতিবাদ জানাবেন জুনিয়র চিকিৎসকরা৷ গত মাসে যাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠকে উপস্থিত ছিলেন, তাঁরা স্বাস্থ্যভবনের এই বৈঠকেও হাজির হয়ে নিজেদের অবস্থান জানাবেন৷ এছাড়া নোডাল অফিসারদের নিয়ে তৈরি একটি কমিটি শহরের বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে রিপোর্ট তৈরি করেছে৷ সে রিপোর্টও আগামিকাল জমা দেওয়ার কথা বৈঠকে৷ কিন্তু প্রশ্ন উঠছে, ডাক্তাররা আরও একবার বৃহত্তর আন্দোলনের পথে হাঁটলে ফের স্বাস্থ্য পরিষেবা শিকেয় উঠলে এর দায় কে নেবে?

[আরও পড়ুন: ধর্মঘটের মাঝে অ্যাপ ক্যাব চালানোর জের, চালককে হেনস্তা ধর্মঘটীদের]

The post এনআরএস কাণ্ডে জামিন পাঁচ অভিযুক্তকে, ফের আন্দোলনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement