সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিলের (Shubman Gill) প্রথম কোচ তিনি। শোনা যায় ছেলে রান না পেলে বাবা পরামর্শ দেন। আর সেই পরামর্শ পেয়ে বদলে যায় ছেলের খেলা। রানে ফেরেন তিনি। এহেন শুভমান গিলের বাবা লখিন্দর গিল ছেলের ব্যাটিং অর্ডার নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন। জানিয়ে দিলেন তিন নম্বর নয়, শুভমান গিলের আসল জায়গা ওপেনিং স্লট।
ব্যাখ্যা দিয়ে শুভমানের বাবা লখিন্দর বলছেন, ”শুভমানের ওপেন করাই উচিত। তিন নম্বর ওর জায়গা নয় বলেই আমার মনে হয়। ড্রেসিং রুমে দীর্ঘক্ষণ বসে থাকলে চাপ বাড়তে থাকে। তিন নম্বর পজিশন ওপেনিংও নয় আবার মিডল অর্ডারও নয়।”
সীমিত ওভারের ক্রিকেটে যতটা ভালো, পাঁচ দিনের ফরম্যাটে ততটা নন। এমন সমালোচনা চলছিল তাঁকে নিয়ে।
[আরও পড়ুন: রোহিত-গিলের দেখানো পথে তরুণরা, ধরমশালায় রানের পাহাড়ে ভারত, ধুঁকছে ইংল্যান্ড]
টেস্ট ফরম্যাটে তিনি ব্যর্থ হচ্ছেন এমনও বলা হচ্ছিল। সেই শুভমান গিল (Shubman Gill) ধরমশালায় সেঞ্চুরি হাঁকালেন। শতরানের পরে গিলের উদযাপন দেখে স্ট্যান্ডে বসা তাঁর বাবা আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলেন না।
ছেলে পঞ্চাশ করার পরে লখীন্দর গিলকে ক্যামেরা ধরে। সেই সময়ে শুভমানের বাবাকে বিশেষ প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। শোয়েব বশিরকে বাউন্ডারি হাঁকিয়ে গিল সেঞ্চুরি করার পরে স্থির থাকতে পারেননি তাঁর বাবাও। তিনি উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। শূন্যে হাত ছুঁড়তে থাকেন।