shono
Advertisement

Breaking News

Bihar

সিসিটিভি বন্ধ করে নার্সকে গণধর্ষণের চেষ্টা! চিকিৎসকের গোপনাঙ্গে ব্লেডের আঘাত নির্যাতিতার

হাসপাতালের এক ডাক্তার ও তাঁর দুই সহকারী নার্সকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।
Published By: Subhankar PatraPosted: 05:22 PM Sep 13, 2024Updated: 05:22 PM Sep 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেসরকারি হাসপাতালে সিসিটিভি বন্ধ করে এক নার্সকে গণধর্ষণের চেষ্টা! নিজেকে বাঁচাতে ব্লেড দিয়ে এক অভিযুক্ত চিকিৎসকের গোপনাঙ্গ কেটে দিলেন নির্যাতিতা! পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুরের মুসরিঘরারারি থানা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নিজের কাজ করার সময় ওই নার্সের ধর্ষণের চেষ্টা করে হাসপাতালের এক ডাক্তার ও তাঁর দুই সহকারী। তাঁরা তিনজনই মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। শরীরে হাত দেওয়ার পরই নিজেকে রক্ষার স্বার্থে ব্লেড দিয়ে এক ডাক্তারের গোপনাঙ্গে আঘাত করেন মহিলা।

[আরও পড়ুন: আরও শক্তিশালী নৌসেনা, স্বল্প পাল্লার ‘মারণ’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ DRDO-র]

তার পরই ঘটনাস্থল থেকে কোনও মতে পালিয়ে যান ওই নার্স। একটি জায়গা থেকে লুকিয়ে পুলিশে ফোন করেন তিনি। খবর পাওয়ার পর নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। থানায় অভিযোগ জানানোর পর তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

সমস্তিপুরের এসডিপিও সঞ্জয়কুমার পাণ্ডে বলেন, "নির্যাতিতা পুলিশে অভিযোগ জানিয়েছেন, এক ডাক্তার ও তাঁর দুই সহকারি মদ্যপ অবস্থায় ধর্ষণের চেষ্টা করেন। মহিলা ওই ডাক্তারের গোপনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে পুলিশে ফোন করেন।  প্রাথমিক তদন্তে জানতে পেরেছি অভিযুক্তরা ঘটনাস্থলের সিসিটিভি বন্ধ করে দিয়েছিল।" অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। যে ব্লেডটি দিয়ে অভিযুক্ত ডাক্তারকে আঘাত করা হয় সেটিও উদ্ধার করা হয়েছে বলে  জানিয়েছে পুলিশ।  

[আরও পড়ুন: ‘কোনও অপরাধ করিনি’, নিজেকে নির্দোষ বলে দাবি শিখ দাঙ্গায় নায়ক টাইটলারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেসরকারি হাসপাতালে সিসিটিভি বন্ধ করে এক নার্সকে গণধর্ষণের চেষ্টা!
  • নিজেকে বাঁচাতে ব্লেড দিয়ে এক অভিযুক্ত চিকিৎসকের গোপনাঙ্গ কেটে দিলেন নির্যাতিতা।
  • পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুরের মুসরিঘরারারি থানা এলাকায়।
Advertisement