স্টাফ রিপোর্টার: অসম্পূর্ণ বা চিকিৎসার মাঝপথে রোগীর মৃত্যু হলে ‘স্বাস্থ্য সাথী’র পুরো টাকা দাবি করতে পারবে না নার্সিংহোম ও বেসরকারি হাসপাতাল। এই মর্মে সুস্পষ্ট নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর। একইসঙ্গে গাইডলাইন দিয়ে জানানো হল কোন ক্ষেত্রে কত শতাংশ টাকা মিলবে।
স্বাস্থ্যদপ্তরের বিজ্ঞপ্তিতে অসম্পূর্ণ এবং যে অপারেশন সফল হয়নি তার ক্ষেত্রে কত টাকা দেওয়া হবে তাও স্পষ্ট করে জানানো হয়েছে। বলা হয়েছে, কোনও অপারেশন সব ঠিক হয়ে যাওয়ার পরেও যদি কোনও কারণে না হয়ে থাকে, তা হলে প্যাকেজের সর্বোচ্চ ৩৫% টাকা ক্লেম করতে পারবে হাসপাতাল। এমনকী অস্ত্রোপচার হয়ে যাওয়ার পরেও তা সফল না হলে পুরো টাকা ক্লেম করা যাবে না। সে ক্ষেত্রেও প্যাকেজের বড়জোর ৫০% টাকা ক্লেম করা যাবে।
[আরও পড়ুন: মঙ্গলকোটে পরপর ২ টি পোলট্রি ফার্মে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু কমপক্ষে আড়াই হাজার মুরগির]
অ্যাঞ্জিওপ্লাস্টির সফল না হলে নয়া নিয়মে বড়জোর স্টেন্টের দাম এবং প্যাকেজের ৩০% পর্যন্ত টাকা দাবি করা যাবে। যদি এক্স-রে করে দেখা যায়, কিডনিতে স্টোন রয়ে গিয়েছে, সে ক্ষেত্রেও ৬০%-এর বেশি টাকা ক্লেম করা যাবে না। ডায়গনস্টিক পরীক্ষা কিংবা কোনও অস্ত্রোপচার করার পরেও যদি চিকিৎসা সম্পূর্ণ না হয় এবং রোগীকে অন্যত্র রেফার করা হয় (বা রোগীর মৃত্যু হয়), তা হলেও প্যাকেজের বড়জোর ২৫-৫০% টাকাই দাবি করা যাবে। রেফারের ক্ষেত্রে বাকি ৫০-৭৫% টাকা ক্লেম করতে পারবে দ্বিতীয় হাসপাতাল।