shono
Advertisement

অসমের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আরজি জানালেন নুসরত জাহান

বন্যার জেরে গত এক সপ্তাহে মৃতের সংখ্যা ছাড়িয়েছে বহু। The post অসমের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আরজি জানালেন নুসরত জাহান appeared first on Sangbad Pratidin.
Posted: 07:35 PM Jul 18, 2019Updated: 08:01 PM Jul 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যা কবলিত অসম। কোথাও মানুষ ঘরছাড়া, আবার কোথাও বন্যপ্রাণীরা আবহাওয়ার সঙ্গে যুঝতে আশ্রয় নিয়েছে গৃহস্থের ঘরে। এককথায় প্রাণ বাঁচাতে মরিয়া সবাই। ভয়ংকর এই পরিস্থিতিতে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার থেকে ক্রীড়া ময়দানের হিমা দাস অবধি। বন্যার্তদের সাহায্যের জন্য নিজের সোশ্যাল মিডিয়ায় সুদূর মার্কিন মুলুক থেকে আর্জি জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। এবার অসমের পরিস্থিতি নিয়ে সাহায্য চাইলেন নুসরত জাহান

Advertisement

[আরও পড়ুন: শাসানো হয়েছে মাধবী মুখোপাধ্যায়কে, পরোক্ষে তৃণমূলকে তোপ বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের]

সম্প্রতি অসমের বন্যা পরিস্থিতি নিয়ে অল ইন্ডিয়া রেডিওর একটি ভিডিও শেয়ার করেন নুসরত জাহান জৈন। “অসমের প্রত্যেকটি মানুষের জন্য আমার চিন্তা হচ্ছে। আসুন আমরা সকলে মিলে একসঙ্গে এই প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করতে সাহায্য করি”, সেই ভিডিওর সঙ্গে নুসরত তাঁর টুইটারের পাতায় এমনটাই লেখেন। বন্যা বিধ্বস্ত অসমের পরিস্থিতি এখন বেশ সঙ্গীন। বন্যার ফলে বহু মানুষ ঘরছাড়া। মাথার উপর ছাদও জুটছে না অনেকের। শুধু মানুষ কেন, বন্যায় ভাসছে বন্যপ্রাণও। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একাধিক পশুমৃত্যুর খবর।

[আরও পড়ুন: টালিগঞ্জে গেরুয়া শিবিরের বড় থাবা, বিজেপিতে যোগ দিলেন একঝাঁক তারকা]

বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গিয়েছে, বন্যার জেরে গত এক সপ্তাহে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০। অসমের ৩৩টি জেলার মধ্যে বর্তমানে ৩০টি বন্যাকবলিত। এর জেরে ২৬ লক্ষের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন মোট ৩২৭টি ত্রাণ শিবিরে। কাজিরাঙ্গার প্রায় ৯০ শতাংশ বনাঞ্চল এখন জলের তলায়। তার জেরে বিপন্ন বন্যপ্রাণীরা৷ আবহাওয়ার সঙ্গে অস্তিত্ব রক্ষায় লড়াইয়ে ব্যস্ত তারা৷বেশ কিছু জায়গায় বন্যার জল উঠে গিয়েছে ৩ ফুট পর্যন্ত। এমনকী, কাজিরাঙ্গা অভয়ারণ্যের ভিতরে জলে ডুবে মারা গিয়েছে দু’টি গন্ডারও। একটি গন্ডারের দেহ উদ্ধার হয়েছে পার্কের বাইরে থেকে। এর পাশাপাশি উদ্ধার হয়েছে একটি হাতি, একটি হরিণ ও দু’টি বুনো শূকরের দেহও। বিপন্ন প্রাণীরা পার্শ্ববর্তী কার্বি আংলং জেলায় তুলনামূলক কিছুটা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। এই পরিস্থিতিতে ওই অভয়ারণ্যে থাকা একটি রয়্যাল বেঙ্গল টাইগার প্রাণে বাঁচতে আশ্রয় নিয়েছে স্থানীয়ের ঘরে৷

 

The post অসমের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আরজি জানালেন নুসরত জাহান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement