shono
Advertisement

ঘন কুয়াশায় পথকুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, মৃত্যু জলপাইগুড়ির পুলিশ আধিকারিকের

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।
Posted: 11:14 AM Jan 16, 2024Updated: 11:17 AM Jan 16, 2024

শান্তনু কর, জলপাইগুড়ি: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল জলপাইগুড়ির (Jalpaiguri) এক পুলিশ আধিকারিকের। মঙ্গলবার সকালে মাস্টার প্যারেডে যোগ দিতে তিনি বাইকে চড়ে পুলিশ লাইনে যাচ্ছিলেন জলপাইগুড়ির মনিটারিং সেলের ওসি (OC) করুণকান্ত রায়। একেই ভোরবেলা, তার উপর চারপাশ ঘন কুয়াশা ঢাকা। এমন সময় সদর হাসপাতালের কাছে একটি পথকুকুরকে বাঁচাতে গিয়ে তাঁর বাইকটি ডিভাইডারে ধাক্কা দেয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। দুর্ঘটনায় এভাবে সহকর্মীকে হারিয়ে মুষড়ে পড়েছে জেলার পুলিশ মহল।

Advertisement

হাসপাতালে মৃত্যু ওসি করুণাকান্ত রায়ের।

গত দু দিন ধরে রাজ্যজুড়ে ঘন কুয়াশার (Dense fog) দাপট। যার জেরে পরিবহণ ব্যাহত। পথেঘাটে গাড়ি থেকে ট্রেন চলাচল এমনকী উড়ান পরিষেবাও ব্যাহত হচ্ছে। রোদের দেখা নেই। মঙ্গলবারও এমনই আবহাওয়া ছিল। সেই অবস্থায় মাস্টার প্যারেডে যোগ দিতে যাচ্ছিলেন ওসি করুণাকান্ত রায়। কুয়াশাচ্ছন্ন রাস্তায় সাবধানেই বাইক চালাচ্ছিলেন তিনি। কিন্তু সদর হাসপাতালের কাছে একটি পথকুকুর চলে আসে তাঁর বাইকের সামনে। দেখতে পাওয়ামাত্রই ওসি তাকে বাঁচাতে চেয়ে বাইকের চাকা ঘুরিয়ে দেন। আর তাতেই ঘটে বিপত্তি।

[আরও পড়ুন: ভারতে ক্ষুব্ধ মুইজ্জুর মালদ্বীপ, জয়শংকর বলছেন, ‘কোনও গ্যারান্টি নেই’, কীসের ইঙ্গিত?]

ওসির বাইক ধাক্কা দেয় পাশের একটি ডিভাইডারে। তাতে গুরুতর জখম হন তিনি। সেখান থেকে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকরা ওসি করুণাকান্ত রায়কে মৃত বলে ঘোষণা করেন। দুঃসংবাদ পৌঁছতেই শোকের ছায়া জেলা পুলিশ মহলে। তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। খবর পাঠানো হয় পরিবারেও।

[আরও পড়ুন: কুয়াশায় দিল্লি বিমানবন্দরে বিপর্যস্ত পরিষেবা, নতুন নির্দেশিকা জারি ডিজিসিএ-র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার