সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে বাংলাদেশকে (Bangladesh) হারিয়েছে পাকিস্তান (Pakistan)। দুই দলের মধ্যে ম্যাচ (ODI World Cup 2023) চলাকালীন মজার এক ঘটনা ঘটে। স্মরণকালের মধ্যে এমন ঘটনা ক্রিকেট মাঠে ঘটেছে কিনা তাই মনে করতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। আউট হয়েছেন কিনা, সেটা জানার জন্যই পাক উইকেটকিপার জিজ্ঞাসা করছেন স্বয়ং বাংলাদেশের ব্যাটারকেই। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়।
[আরও পড়ুন: ODI World Cup 2023: ‘কোহলি-রাহুলের মতো ম্যাচ উইনার নয় বাবর’, পাক অধিনায়কের তীব্র সমালোচনায় আফ্রিদি]
বাংলাদেশের ইনিংসের ৪৩-তম ওভারের ঘটনা। সেই ওভারের প্রথম বলে শাহিন আফ্রিদির (Shaheen Afridi) ডেলিভারি বাংলাদেশি ব্যাটার তাসকিন আহমেদের প্যাডে লেগে রিজওয়ানের (Mohammad Rizwan) হাতে যায়। শাহিন আফ্রিদি ও রিজওয়ান আউটের প্রবল আবেদন করেন।
কিন্তু পাক অধিনায়ক বাবর আজম নিশ্চিত ছিলেন না। আফ্রিদির বল তাসকিনের ব্যাটে লেগেছে কিনা, তা নিয়ে বাবর আজম, আফ্রিদি এবং রিজওয়ান আলোচনা করতে শুরু করেন।
এর পরেই সবাইকে অবাক করে দিয়ে রিজওয়ান বাংলাদেশি ব্যাটার তাসকিনকেই প্রশ্ন করে বসেন, আফ্রিদির ডেলিভারি তাসকিনের ব্যাটে লেগেছে কিনা? তাসকিনও জবাব দেন রিজওয়ানকে। তিনি বলেন, বল তাঁর ব্যাটেই লাগেনি। তাসকিনের কাছ থেকে জানার পরই পাক অধিনায়ক বাবর আজমকে রিভিউ নিতে নিষেধ করেন রিজওয়ান। ধারাভাষ্যকার রবি শাস্ত্রী সেই দৃশ্য দেখার পরে হাসিতে ফেটে পড়েন।