shono
Advertisement

ODI World Cup 2023: অদলবদল! বেকহ্যামকে ভারতীয় দলের জার্সি দিয়ে রিয়াল মাদ্রিদের সাজে রোহিত

ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন ডেভিড বেকহ্যাম।
Posted: 08:44 PM Nov 16, 2023Updated: 08:44 PM Nov 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জার্সি আদানপ্রদান করলেন ডেভিড বেকহ্যাম (David Beckham) ও ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখতে ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন ডেভিড বেকহ্যাম। ম্যাচের শেষে দুই তারকার সাক্ষাৎ হয় এবং জার্সি আদান প্রদান করেন দুজন।
বেকহ্যাম পরেছিলেন রোহিতের ৪৫ নম্বর লেখা টিম ইন্ডিয়ার জার্সি। আর ভারত অধিনায়ক পরেছিলেন রিয়াল মাদ্রিদে খেলার সময়ে বেকহ্যামের ২৩ নম্বর জার্সি।
২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত রিয়ালে ছিলেন বেকহ্যাম। ডেভিড বেকহ্যাম, ব্রাজিলের রোনাল্ডো, জিনেদিন জিদান, লুইস ফিগোদের নিয়ে দল গড়েছিলেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তারকা সমৃদ্ধ রিয়ালের সেই দলটি ‘গ্যালাক্টিকোস’ বলে পরিচিত ছিল। বেকহ্যাম তাঁর সময়ের রিয়ালের সেই জার্সি তুলে দিয়েছেন রোহিত শর্মাকে। 

Advertisement

 

[আরও পড়ুন: ODI World Cup 2023: আহমেদাবাদে বিশ্বকাপ জয়ের হাতছানি, রোহিতদের উৎসাহ দিতে মাঠে থাকবেন মোদি]

ইউনিসেফের ‘গুডউইল অ‌্যাম্বাসাডর’ হিসেবে তিনদিনের জন‌্য ভারত (India) সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ইন্টার মায়ামি (Inter Miami FC) ক্লাবের কর্ণধার। তাঁর ক্লাবে সই করে ইতিমধ্যে বিশ্বফুটবলে তীব্র শোরগোল ফেলে দিয়েছেন কোনও এক লিওনেল মেসি (Lionel Messi)। বেকহ‌্যাম নিজগুণেও কম হীরকদ্যুতি ছড়ান না। খেলা ছাড়ার বহু, বহু বছর পরেও তাঁর মোহিনী শক্তি একই রকম অনির্বাণ, অটুট। এখনও তাঁকে এক পলক দর্শনের অভিলাষে হাজার-হাজারের জমায়েত হয়ে যায় মুহূর্তে। সেই বেকহ্যাম ওয়াংখেড়েতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। শচীন তেণ্ডুলকরের সঙ্গে আলাদা করে কথা বলেন।সেঞ্চুরি করার পরে বিরাট কোহলিকে অভিনন্দন জানান। ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে জার্সিও আদানপ্রদান করেন।

[আরও পড়ুন: ODI World Cup 2023: ‘দেশের স্বার্থে প্লিজ চোখ বেঁধে রাখুন ফাইনালে’, এমন হুঁশিয়ারি কেন দেওয়া হল বচ্চনকে?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার