সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার মহারণ। কী হবে তার উত্তর দেবে সময়।
রবিবার বিশ্বকাপ ফাইনালে (ODI World Cup 2023 Final) মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia)। মেগাফাইনালের ফলাফল কী হবে, তা বেশ কয়েকমাস আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন মিচেল মার্শ। চলতি বছরের মে মাসে দিল্লি ক্যাপিটালসের পডকাস্টে ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন মার্শ। আর তাতে তিনি বলেছিলেন ফাইনাল জিতবে অস্ট্রেলিয়া। এবং বিশাল রানের ব্যবধানে জিতবে প্যাট কামিন্সের দল। পডকাস্টে মার্শ বলেছিলেন, ফাইনালে অস্ট্রেলিয়া ২ উইকেটের বিনিময়ে ৪৫০ রান করবে। আর ভারত ব্যাট করতে নেমে ৬৫ রানে শেষ হয়ে যাবে।
[আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়ার মহারণের মধ্যে মোতেরায় থাকবে বিনোদনের মেগা শো, জেনে নিন বিস্তারিত]
মে মাসে করা ভবিষ্যদ্বাণীর অর্ধেকটা মিলে গিয়েছে। ফাইনালে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়া। তবে রান সংখ্যার যে ভবিষ্যদ্বাণী তিনি করেছেন, তা মিলবে কিনা বলবে সময়।
তবে এবার ভারত দারুণ ছন্দে রয়েছে। টিম ইন্ডিয়ার সামনে দাঁড়াতে পারেনি কোনও প্রতিপক্ষই। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ভারত ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে। রোহিত ব্রিগেডের জন্য প্রার্থনা শুরু করেছে গোটা দেশ।