সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার স্বপ্ন ভাঙে ভারতের। তার অব্যবহিত পরে ভেঙে পড়া ভারতীয় দলের সাজঘরে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হতাশ ভারতীয় দলের মনোবল বাড়ানোর চেষ্টা করেন প্রধানমন্ত্রী।
মোদির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান দেশের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। রবিবার হেরে যাওয়ার পরে হতাশায় ভেঙে পড়েন ভারতের তারকা ক্রিকেটাররা। মোদি ভারতীয় দলের সাজঘরে গিয়ে প্রত্যেক ক্রিকেটারকে সান্ত্বনা দেন। দুরন্ত পারফরম্যান্সের জন্য মহম্মদ শামির প্রশংসা করেন মোদি। শামিকে বুকে টেনে নেন প্রধানমন্ত্রী।
[আরও পড়ুন: ‘রোনাল্ডোর ডায়েট চার্ট তৈরি করে দেন নাসার বিজ্ঞানীরা’, রামিজ রাজার দাবি ঘিরে হাসির রোল]
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শামি বলেছেন, ”প্রধানমন্ত্রী সেদিন যা করেছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ধরনের উৎসাহ আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কারণ ওই সময়ে আমাদের মনোবল তলানিতে এসে ঠেকেছিল।”
উল্লেখ্য, ফাইনালের পরের দিন দেশজুড়ে আলোচনার শীর্ষে উঠে আসে শামির পোস্ট। ছবি টুইট করে শামি লেখেন, “ড্রেসিংরুমে এসে আমাদের মনোবল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আমরা আবার কামব্যাক করব।”
ড্রেসিংরুমে মোদির কথোপকথনের ভিডিও প্রকাশ্যে আসে। দলের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা ছিল, “টানা ১০ ম্যাচ জিতে আমরা ফাইনালে উঠেছি। তবে এরকম হয়েই থাকে। ভেঙে পড়লে চলবে না। এই সময়ে একে অপরের পাশে থেকে সকলের মনোবল বাড়াতে হবে।”