সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তানের (Pakistan)। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন বাবর আজমরা। তার মধ্যে ২টি ম্যাচ জিতেছে পাকিস্তান। হার মেনেছে ৩টিতেই। আফগানিস্তানের কাছেও হার মেনেছে পাক ক্রিকেট দল।
পাকিস্তানের বোলিং, ফিল্ডিং নিয়ে সমালোচনা ধেয়ে এসেছে। বাবরদের ফিল্ডিং দেখে অসন্তুষ্ট হন কোচ মিকি আর্থারও (Mickey Arthur)। দলের হতশ্রী ফিল্ডিং দেখে ড্রেসিং রুম ছেড়ে বেরিয়ে যান পাক কোচও। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। উসামা মীরের বলে বাউন্ডারি হওয়ার পরে দেখা যায় অসন্তুষ্ট পাক কোচ বিরক্ত হয়ে সাজঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।
[আরও পড়ুন: পাকিস্তানকে প্রথমবার হারিয়ে ইতিহাস আফগানিস্তানের, বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে বাবর আজমের দল]
আরেক সোশাল মিডিয়া ব্যবহারকারী পাকিস্তানের ক্রিকেট দেখে তীব্র বিরক্ত। সেই ভক্ত লিখেছেন, আমার মনে হচ্ছে মিকি আর্থার পদত্যাগ করবে। অত্যন্ত হতাশাজনক ক্রিকেট পাকিস্তানের।
প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ২৮২ রান। ৬ বল বাকি থাকতে আফগানিস্তান ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়। ম্যাচ হেরে যাওয়ায় সেমিফাইনালে পাকিস্তান যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেল।
[আরও পড়ুন: শচীন থেকে বিরাট, কুম্বলে থেকে অশ্বিন, স্পিন লেজেন্ডের প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল]